Advertisement
Advertisement

Breaking News

‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে সিবিএফসি-কে তিরস্কার শাবানার

এই সংস্থা আসলে দর্শকদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে যে তাঁরা কোন সিনেমা দেখতে চান আর কোনটা চান না৷

CBFC should only classify films: Shabana Azmi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 16, 2016 5:43 pm
  • Updated:June 16, 2016 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ বিতর্কে এবার মুখ খুললেন শাবানা আজমি৷ টুইটারে সিবিএফসি-র কড়া সমালোচনা করলেন বর্ষীয়াণ বলিউড অভিনেত্রী৷ ‘উড়তা পাঞ্জাব’-এর নাম না করলেও সিবিএফসি-র উদ্দেশ্যে তিনি বলেন, সিবিএফসি এমন এক সংস্থা হওয়া উচিত যা সিনেমাকে কাটছাঁট বা শংসাপত্র দেবে না, শুধুমাত্র শ্রেণিবিভাগ করে দেবে৷ এই সংস্থা আসলে দর্শকদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে যে তাঁরা কোন সিনেমা দেখতে চান আর কোনটা চান না৷

Shabana-twitt

Advertisement

‘উড়তা পাঞ্জাব’ নিয়ে বেশ কয়েকদিন ধরেই তোলপাড় সারা দেশ৷ পহেলাজ নিহালনি বনাম অনুরাগ-শাহিদ-আলিয়াদের এই যুদ্ধে টিম ‘উড়তা’রই পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড৷ যার সাম্প্রতিকতম নজির অবশ্যই শাবানা৷

সুপ্রিম কোর্টের রায়ও একপ্রকার ছবির কলাকুশলীদের পক্ষেই গিয়েছে৷ এর পরেও মুক্তির ঠিক আগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ছবির কিছু দৃশ্য প্রকাশ্যে এসে যাওয়ার খবরে৷ এমনও গুঞ্জন ওঠে সেন্সর বোর্ডে পাঠানো কপিই ইন্টারনেটে লিক হয়ে গেছে৷ এত টালবাহানার মধ্যেই অবশেষে শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’৷ ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement