Advertisement
Advertisement

‘ধর্ষণ একটি সুস্বাদু খাবার’! সংলাপ বিতর্কে নিহালনির সিনেমা

আদালতের সামনে বিবৃতি দিল সেন্সর বোর্ড৷

 CBFC justified its decision to Bombay High Court
Published by: Tanujit Das
  • Posted:November 23, 2018 8:17 pm
  • Updated:November 23, 2018 8:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরচেয়ে ভাল দ্বিচারিতার উদাহরণ বোধ হয় আর হতেই পারে না! এতদিন অন্যের সিনেমায় কাঁচি চালাতে ন্যূনতম দ্বিধাবোধ করতেন না তিনি৷ কিন্তু এবার তাঁর সিনেমায় কোপ পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র প্রাক্তন অধিকর্তা পহেলাজ নিহালনি৷ সেন্সর বোর্ডের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি৷ আর সেই মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের মতামত বিচারপতির সামনে পেশ করল সিবিএফসি কর্তৃপক্ষ৷ স্পষ্ট ভাষায় জানাল, ঠিক কোন কোন কারণে নিহালনি পরিচালিত সিনেমা ‘রঙ্গিলা রাজা’র ২০টি সংলাপে কাঁচি চালিয়েছেন তাঁরা৷

[‘ইরফানকে নিয়ে আবার কলকাতায় শুট করব’, অকপট সুজিত]

Advertisement

বম্বে হাই কোর্টের বিচারপতি বিপি ধর্মাধিকারি ও বিচারপতি সারঙ্গ কোতওয়ালে ডিভিশন বেঞ্চের কাছে তাঁদের যুক্তি পেশ করে সিবিএফসি৷ সূত্রের খবর পেশ করা যুক্তিতে বলা হয়েছে, “নারী বিদ্বেষ এবং নারীদের উপর অত্যাচার যখন ভয়ংকর রূপ ধারণ করেছে আমাদের সমাজে, যখন প্রায় প্রত্যেকদিনই একের পর এক ধর্ষণের খবর প্রকাশ্যে আসছে, তখন নিহালনি সমাজের প্রতি তাঁর কর্তব্য পালন করেননি৷ তাঁর আরও সচেতন হওয়া উচিত৷ ‘রঙ্গিলা রাজা’ ছবিতে ওঁ ধর্ষণের পক্ষে যুক্তি পেশ করেছেন এবং মুখরোচক খাবারের সঙ্গে মহিলাদের তুলনা করেছেন৷” আদালতকে সিবিএফসি আরও জানিয়েছে যে, এই ছবিতে মহিলা এবং শিশুদের উপর অত্যাচারের ঘটনাকে মহিমান্বিত করে দেখানো হয়েছে৷ মহিলাদের বলা হয়েছে ‘কড়ক গেভর’ (কড়া পাকের মিষ্টি) এবং ধর্ষণকে বলা হয়েছে ‘সোয়াদিষ্ট খানা’ (সুস্বাদু খাবার)৷ ছবির নায়ক একের পর এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং সেই বিষয়টাকেই ছবিতে তুলে ধরা হয়েছে৷ নায়ককে বলতে শোনা গিয়েছে, “রাজা, রঙ্গিলা ছিল, রঙ্গিলা আছে এবং রঙ্গিলাই থাকবে৷”

[পাহাড়ি রাস্তায় সাইকেল চালালেন ভাইজান, ব্যাপারটা কী?]

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিবিএফসি-র চেয়ারম্যান ছিলেন পেহলাজ নিহালনি৷ এই সময়ের মধ্যে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি৷ অশ্লীলতার অভিযোগ এনে একাধিক ভাল সিনেমায় কাঁচি চালিয়েছেন নিহালনি৷ ফলে তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন অনেক নামীদামী বলিউড ব্যক্তিত্বকে৷ নিহালনি পর্বে ইতি পড়লে সেন্সর বোর্ডের চেয়ারম্যান হন প্রসূন যোশী৷ এবার যোশীর বিরুদ্ধে সরব হয়েছেন নিহালনি৷ ইচ্ছাকৃতভাবে তাঁর সিনেমায় কলকাঠি নাড়ান হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement