Advertisement
Advertisement

Breaking News

বাল্মিকী সম্প্রদায়কে অপমান, সলমন-শিল্পার বিরুদ্ধে মামলা খারিজ আদালতের

স্বস্তিতে দুই তারকা।

Caste slur: Ludhiana court rejects petition against Salman Khan, Shilpa Shetty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 4:49 pm
  • Updated:May 1, 2018 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসার হত্যা মামলায় দোষী স্বাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের সাজা হয়েছে সলমন খানের। তবে অন্য একটি মামলায় স্বস্তি পেলেন বলিউড সুপারস্টার। একটি রিয়ালিটি শোয়ের মঞ্চে বাল্মীকি সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। একই অভিযোগ উঠেছিল অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধেও। তবে মঙ্গলবার লুধিয়ানা কোর্ট দুই তারকার বিরুদ্ধে ওঠা অভিযোগের আবেদন খারিজ করে দিল।

[নতুন হলিউডি ছবির ট্রেলারে জীবন ধাঁধার সমাধান খুঁজলেন ইরফান খান]

ঘটনা গত জানুয়ারি মাসের। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারে একটি রিয়্যালিটি শোয়ে হাজির হয়েছিলেন দাবাং খান। সঙ্গে ছিলেন ক্যাটরিনাও। সেখানেই আবেগের তোড়ে ‘ভাংগি’ শব্দটি উচ্চারণ করে বসেন দাবাং খান। এক প্রতিযোগীর নাচের প্রতিক্রিয়া দিতে গিয়েই নাকি এ মন্তব্য করেছিলেন তিনি। শিল্পাও একই শব্দের প্রয়োগ করেন নিজের কথায়। এতেই আপত্তি তোলে বাল্মিকী সম্প্রদায়। অভিযোগ, ‘ভাংগি’ শব্দটির মাধ্যমে বাল্মিকী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল রাজস্থানের বিখ্যাত রাজ মন্দির প্রেক্ষাগৃহ। প্রেক্ষাগৃহে ভাঙচুরও করা হয়। সলমন-ক্যাটরিনার ছবির পোস্টারে আগুনও লাগিয়ে দেওয়া হয় সেসময়। এমন মন্তব্যের জন্য থানায় অভিযোগও দায়ের করা হয় সলমন ও শিল্পার বিরুদ্ধে। কেন প্রকাশ্যে একটি সম্প্রদায়কে এভাবে অপমান করা হয়েছে, এ নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের কাছে জবাব চেয়েছিল জাতীয় তফসিলি কমিশন। তারপরই টুইটারে নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন শিল্পা। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরপর দুই তারকার বিরুদ্ধে সমন জারি করে রাজস্থান পুলিশ। অর্থাৎ যে কোনও সময় তাঁদের আদালতে ডেকে পাঠানো হতে পারত। তবে এদিন লুধিয়ানা আদালত মামলাটি খারিজ করায় স্বস্তিতে সলমন এবং শিল্পা।

Advertisement

জামিনে মুক্ত সলমন আপাতত তাঁর আপকামিং ছবি ‘রেস থ্রি’র শুটিয়ে ব্যস্ত। বর্তমানে কাশ্মীরে চলছে ছবির শুটিং। ‘রেস’ ছবির তৃতীয় পার্টে সলমনের বিপরীতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। রয়েছেন ববি দেওলও।

[আচমকাই বদলে গেল নায়িকা, দেবের ‘হইচই আনলিমিটেড’-এ মিমির বদলে রুক্মিণী!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement