Advertisement
Advertisement

Breaking News

‘সুলতান’ সলমনের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ

কে এই সাবির আবির আনসারি? কেনই সলমনের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি? মুজাফফরপুরের বাসিন্দা সাবিরের দাবি, তাঁর জীবনকাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে 'সুলতান' ছবিটি৷

Case filed against Salman Khan in Muzaffarpur, Anushka
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 10:00 pm
  • Updated:August 9, 2021 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিনেই বিশ্ব জোড়া ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সলমন খানের ‘সুলতান৷’ সব রেকর্ডকে পিছনে ফেলে হট-কেকের মতো বক্স-অফিসে বিকোচ্ছে মশালায় ভরপুর ব্লকবাস্টার৷ তা সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ছে না সলমনের৷ ভাইজানের বিরুদ্ধে এবার মামলা ঠুকে দিলেন জনৈক মহম্মদ সাবির আনসারি৷

কে এই সাবির আবির আনসারি? কেনই সলমনের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি? মুজাফফরপুরের বাসিন্দা সাবিরের দাবি, তাঁর জীবনকাহিনীর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘সুলতান’ ছবিটি৷ সত্ত্ব বাবদ তাঁকে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউড সুপারস্টার৷ কিন্তু সেই অর্থ এখনও হাতে পাননি সাবির৷ সেই কারণেই গত ৮ জুলাই সলমন, ছবির নায়িকা অনুষ্কা শর্মা ও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা রুজু করেন তিনি৷ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতারণা), ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ও ৫০৬ (হুমকি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

Advertisement

সাবিরের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১০ সালে সাবির নিজের জীবনের গল্প সলমনকে শুনিয়েছিলেন৷ তখনই ‘দাবাং খান’ বলেছিলেন, এই গল্প নিয়ে যদি কোনও ছবি তৈরি হয়, তবে সাবিরকে রয়ালটি দেবেন তিনি৷ কিন্তু প্রতিশ্রুতি রাখেননি তিনি৷ মঙ্গলবার স্থানীয় আদালতে মামলার শুনানি ছিল৷ মামলাটি সেখান থেকে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই৷

বলিউডে এমন ঘটনা অবশ্য নতুন নয়৷ এর আগেও আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবির গল্পের জন্য রয়ালটি দাবি করেছিলেন লেখক চেতন ভগৎ৷ শাহরুখ খানের ‘ফ্যান’এর গল্পও আসল জীবন থেকে চুরি করা বলে দাবি তোলা হয়েছিল৷ একইভাবে বিপাকে পড়লেন সলমন৷ ইতিমধ্যেই ‘হিট অ্যান্ড রান’ ও হরিণ শিকারের মামলায় জর্জরিত বলিউডের ‘ব্যাড বয়’৷ গোদের উপর বিষফোঁড়ার মতো আরও একটা মামলায় নাম জড়াল তাঁর৷ কুস্তির রিংয়ে তো কোটি কোটি ভক্তের মন জয় করেছেন ‘সুলতান’ সলমন৷ কিন্তু ‘আসলি জিন্দেগি’তে কি জিততে পারবেন তিনি, সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement