Advertisement
Advertisement

Breaking News

করণের ব্যাগের দাম শুনে চমকে উঠতে পারেন আপনি

ভাবা যায়!

Can u guess the cost of Karan Johar’s  bag?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2017 3:24 pm
  • Updated:July 12, 2017 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম স্টাইলিশ পরিচালক করণ জোহর। ফ্যাশনের দুনিয়ায় তিনি খবরে থাকেন তাঁর জামাকাপড় থেকে শুরু করে তাঁর অ্যাকসেসরিজের জন্য। সবসময়ই নিজের লুক নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করেন করণ। কখনও তাঁর জ্যাকেট তো কখনও ব্যাগ। পেজ থ্রিতে বারবারই তিনি উঠে আসেন তাঁর স্টাইল স্টেটমেন্টের দাপটে। বলিউডের সকলেই জানেন করণ আসলে পার্টি অ্যানিম্যাল। আর পার্টি মানেই তো হাজারও ক্যামেরার ঝলকানি। আর মঞ্চ যদি আইফার হয়, তাহলে তো কথাই নেই। সেরকমই কিছু ঘটল IIFA-র সফরে।

karan-johar_1

Advertisement

[OMG! হঠাৎ কেন মাথা মুড়িয়ে ফেললেন এই অভিনেত্রী]

২০১৭ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে নিউইয়র্ক সিটিতে। ইতিমধ্যেই প্রায় গোটা বলিউডই হাজির হয়েছে নিউইয়র্কে। সেইমতো আমেরিকা পাড়ি দিলেন করণও। আর সেই যাত্রাপথেই নিজের রেড জ্যাকেটে নজর কাড়লেন তিনি। তবে জ্যাকেটের থেকেও লাইমলাইট কেড়ে নিল তাঁর হ্যান্ড ব্যাগটি। লাক্সারি ব্র্যান্ডের এই ব্যাগের স্টাইল থেকে দাম সবটাই নজরকাড়া। ব্যাগটার যা দাম, সেই টাকায় দু’সপ্তাহ চুটিয়ে ইউরোপ ঘুরে আসতে পারবেন আপনি। কিনে ফেলতে পারেন ডায়মন্ডের নেকলেসও। তাহলে ভেবেই দেখুন তা কতও হতে পারে।

gucci-bag_759

[ঢিংচ্যাক পূজার গানে আপত্তি ‘কাটাপ্পা’র, ভিডিও তুলে নিল ইউটিউব]

এখনও ভেবে উঠতে পারলেন না তো! বিখ্যাত লাক্সারি ব্র্যান্ড গুচির সেই ক্যাট প্রিন্টেড ব্যাগের দাম ২৩০০ ডলার অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকা। তবে ব্যাগ নিয়ে শুধু করণ নয়, খবরে এসেছিলেন রণবীর সিংও। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে স্কার্ট পরে হাজির হন তিনি। তাঁর ড্রেসিং সেন্সের প্রশংসা করেছিলেন অনেকেই। আর যা কারওরই নজর এড়ায়নি তা হলো তাঁর হাতের ব্যাগ, যার পোশাকি নাম বুমবক্স। তাহলে কি ব্যাগের ফান্ডায় রণবীরই পথ দেখালেন করণকে!

ranveer-singh_file_759

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement