Advertisement
Advertisement

Breaking News

দীপিকা কিন্তু আমার সঙ্গেই বাড়ি ফেরে: রণবীর

বলার অপেক্ষা রাখে না সেদিন প্রাক্তনের সঙ্গে চুটিয়ে পার্টি করলেও ডিপস কিন্তু রণবীরের সঙ্গেই ফিরছিলেন৷

But look who’s going home with the girl – says Ranveer Singh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 6:32 pm
  • Updated:July 27, 2016 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর আর দীপিকার অনবদ্য জুটি দেখে যাঁরা প্রেমে বিশ্বাস করা ছেড়ে দিচ্ছেন তাঁরাও যেন নতুন করে ভরসা খুঁজে পান৷ দীপিকা অনস্ক্রিন কোন অভিনেতাকে চুমু খাচ্ছেন বা কোন অভিনেতার সঙ্গে পার্টি করছেন সেসব নিয়েও বরাবরই বড্ড কুল রণবীর৷

শুধু তাই নয়, দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গেও চুটিয়ে মজা করেন বলিউডের এই তারকা৷ এই তো কিছুদিন আগে একটি পার্টিতে দীপিকার প্রাক্তন এবং বর্তমান প্রেমিকের মন মাতানো নাচ দেখে সকলেই চোখ কপালে তুলেছিলেন৷ প্রেমিকার প্রাক্তন প্রেমিকের সঙ্গে কী করে রণবীর এত সহজে মিশে যাচ্ছেন তা নিয়ে অবাক হয়েছিলেন প্রায় সকলেই৷

Advertisement

কিন্তু দীপিকা এবং তাঁর প্রাক্তনের সম্পর্ক নিয়ে আর চুপ করে থাকলেন না রণবীর৷ অবশেষে মুখ খুললেন তিনি৷ জুনিয়র কাপুরের সঙ্গে তাঁর এত সখ্যতা এবং দীপিকার এক্স ফ্লেমের সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রণবীর সাফ জানিয়ে দিলেন, “দিনের শেষে মেয়ে কার সঙ্গে বাড়ি যাচ্ছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ৷ এবার আপনি দেখে নিন দীপিকা কার সঙ্গে বাড়ি ফিরছে৷”

বলার অপেক্ষা রাখে না সেদিন প্রাক্তনের সঙ্গে চুটিয়ে পার্টি করলেও ডিপস কিন্তু রণবীরের সঙ্গেই ফিরছিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement