Advertisement
Advertisement

Breaking News

‘লুঙ্গি ডান্স’ ভুলে দাঁত চেপে বঙ্গ মজে ‘বুম্বা ডান্স’-এ

দক্ষিণের ‘লুঙ্গি’ ভুলে বঙ্গের ‘বুম্বা’য় মজেছে বাঙালি মন৷ আজ থেকে নয় ‘দাঁতে দাঁত’ চেপে এই লড়াই চলছে প্রায় অর্ধশতাব্দী ধরে৷ বঙ্গভূমের গঞ্জ মাঝে অবাধ বিচরণ তাঁর৷ বাংলা চলচ্চিত্রের সব চালচিত্র নখদর্পণে৷ এমনিতে নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তবে বাঙালি তাঁকে চেনে বুম্বা নামেও৷ পুরস্কার, সম্মান, ট্রিবিউট অনেকই পেয়েছেন জীবনে৷ তবে এই অকাল ‘বুম্বা ডান্স’-এর সিংহনাদ এই প্রথম৷

Bumba Dance: A tribute for Prasenjit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 21, 2016 6:05 pm
  • Updated:May 21, 2016 10:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দক্ষিণের ‘লুঙ্গি’ ভুলে বঙ্গের ‘বুম্বা’য় মজেছে বাঙালি মন৷ আজ থেকে নয় ‘দাঁতে দাঁত’ চেপে এই লড়াই চলছে প্রায় অর্ধশতাব্দী ধরে৷ বঙ্গভূমের গঞ্জ মাঝে অবাধ বিচরণ তাঁর৷ বাংলা চলচ্চিত্রের সব চালচিত্র নখদর্পণে৷ এমনিতে নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তবে বাঙালি তাঁকে চেনে বুম্বা নামেও৷ পুরস্কার, সম্মান, ট্রিবিউট অনেকই পেয়েছেন জীবনে৷ তবে অকাল ‘বুম্বা ডান্স’-এর সিংহনাদ এই প্রথম৷

Advertisement

ঋদ্ধির কলমে সুর দিয়েছেন স্যাভি৷ কন্ঠ সাদাব হাসমির৷ ক্যামেরার সামনে অপূর্ব শোভার কৃতিত্ব রিয়াঙ্কারও কম নেই৷ সবের নেপথ্য কারিগর ওয়ান ডিজিটাল এন্টারটেইনমেন্ট৷ যাদের সৌজন্যে বঙ্গে ভাইরাল ‘বুম্বা ডান্স’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement