Advertisement
Advertisement

Breaking News

অনুপম খেরের পর FTII-এর চেয়ারম্যান হলেন এই পরিচালক

নাম ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷

 Brijendra Pal Singh named as new FTII President.
Published by: Tanujit Das
  • Posted:December 14, 2018 12:01 pm
  • Updated:December 14, 2018 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপম খেরের ইস্তফা দেওয়ার পর, ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (এফটিআইআই)-এর দায়িত্ব কাঁধে তুলে নিলেন পরিচালক-প্রযোজক বীজেন্দ্র পাল সিং৷ বিখ্যাত এই চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি৷ বৃহস্পতিবার টুইট করে বীজেন্দ্রর নাম ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ নয়া পদে আরও ভাল কাজের জন্য মন্ত্রকের পক্ষ থেকে শুভেচ্ছাও জানানো হয় বীজেন্দ্রকে৷

[কেমন হল কপিলের বিয়ে? বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে]

দীর্ঘদিন ধরে এফটিআইআই-এর গভর্নিং কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসাবে কাজ করছিলেন বীজেন্দ্র পাল সিং৷ এবার বিখ্যাত এই প্রতিষ্ঠানের রাশ ধরলেন তিনি৷ গত অক্টোবর মাসেই এফটিআইআই-এর শীর্ষপদ থেকে ইস্তফা দেন বলি অভিনেতা অনুপম খের৷ ইস্তফাপত্রে তিনি জানিয়েছিলেন, বিদেশে নাটকের কাজে ব্যস্ত থাকার দরুণ প্রতিষ্ঠানকে সময় দিতে পারছিলেন না৷ ফলে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন৷ এরপর থেকেই এফটিআইআই-এর নয়া চেয়ারম্যানের খোঁজ করছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ অবশেষে ভাইস-চেয়ারম্যান বীজেন্দ্র পাল সিংকেই শীর্ষপদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রকের তরফে৷

[‘আগে অল্প জেনেই বড় বড় কথা বলতাম’, অকপট শাহরুখ]

সিনেমা ও টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ বীজেন্দ্র পাল সিং৷ সোনি টিভির জনপ্রিয় শো ‘সিআইডি’র পরিচালক ও প্রযোজক ছিলেন বীজেন্দ্র৷ এছাড়াও এফটিআইআই-এর প্রাক্তনিও তিনি৷ এই বিখ্যাত চলচ্চিত্র শিক্ষণ কেন্দ্রেই সিনেম্যাটোগ্রাফিতে হাতেখড়ি হয়েছিল তাঁর৷ এরপরই সোনি টিভিতে ‘সিআইডি’র মতো জনপ্রিয় ক্রাইম-থ্রিলার সিরিয়ালের প্রযোজনা ও পরিচালনার কাজ শুরু করেন তিনি৷ চিত্রনাট্য ও পরিচালনার গুণে টানা ২১ বছর ধরে আপামোর ভারতবাসীর ঘরে ঘরে সিআইডি’কে পৌঁছে দিয়েছিলেন তিনি৷ পেয়েছিলেন অনেক সম্মান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement