Advertisement
Advertisement

Breaking News

বিবাহবার্ষিকীতে প্রয়াত শ্রীদেবী সম্পর্কে কী লিখলেন বনি কাপুর?

টুইটারে আবেগপ্রবণ বনি কাপুর৷

Boney Kapoor shares Sridevi’s emotional video on Twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 5, 2018 9:12 pm
  • Updated:June 5, 2018 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রূপের ছটায় শেষদিন পর্যন্ত মোহিত ছিলেন আপামোর দেশবাসী৷ আটের দশক ও নয়ের দশকে তাঁর অভিনয়, স্টাইল, নাচের ঝলকে কার্যত উন্মাদিত হয়ে উঠতেন দেশের যুবকরা৷ অনেকের কাছেই এখনও তিনি ‘স্বপ্ন সুন্দরী’৷ পুরুষতান্ত্রিক বলিউডে তিনি হয়ে উঠেছিলেন প্রথম মহিলা সুপারস্টার৷ এহেন শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে স্মম্ভিত হয়েছে তাঁর ভক্তকূল৷ এখনও তাঁকে সম্পূর্ণ ভুলতে পারেননি অনেকেই৷ নিজের ‘জান’এর স্মৃতি এখনও তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকেও৷ ২২তম বিবাহবার্ষিকীতে প্রয়াত শ্রীদেবীর শেষ মুহূর্তের ভিডিও টুইট করে মনের সেই ভাবকেই সকলের সামনে প্রকাশ করলেন স্বামী বনি কাপুর৷

[বিবাহবিচ্ছেদ ঘোষণার সপ্তাহ দু’য়েকের মধ্যেই ফের প্রেম অর্জুনের জীবনে!]

Advertisement

রবিবার ছিল বনি কাপুর ও শ্রীদেবীর ২২তম বিবাহবার্ষিকী৷ ওই দিন টুইটারে বনি লেখেন, ‘আজ আমরা ২২তম বিবাহবার্ষিকী পালন করতাম…’ শ্রীদেবীকে ভালবেসে ‘জান’ বলে ডাকতেন বনি কাপুর৷ সেই নামেই টুইটারে প্রিয়তমা শ্রী’কে সম্মোধন করেন তিনি৷ জানান, চিরকাল তাঁর মধ্যেই বিরাজ করবেন শ্রীদেবী৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইতে নিজের এক নিকট আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন শ্রীদেবী ও তাঁর পরিবার৷ সেখানেই হোটেল রুমে মৃত্যু হয় অভিনেত্রীর৷ দানা বাঁধতে থাকে খুনের রহস্য৷ আশঙ্কা করা হয় দাউদ যোগেরও৷ তবে ময়নাতদন্তে প্রমাণিত হয় জলে ডুবেই মৃত্যু হয়েছে বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের৷ কেবল আবেগঘন লেখাই নয়, সেই বিয়ের অনুষ্ঠানে শ্রীদেবীর শেষ মুহূর্তের ভিডিও টুইট করেন বনি কাপুর৷

[কবে শুরু প্রযোজক প্রিয়াঙ্কার বাংলা ছবি ‘নলিনী’র শুটিং?]

১৯৯৬-এর ২ জুন বনি কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সুপারস্টার শ্রীদেবী৷ দীর্ঘ ২২ বছরের বৈবাহিক জীবনে সর্বদা পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের৷ দুই মেয়ে জাহ্নবী ও খুশীকে নিয়ে দুবাইয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কাপুর দম্পতি৷ নিজের অভিনয় জীবনে একাধিক বিশেষ বিশেষ সম্মান পেয়েছেন শ্রীদেবী৷ সম্প্রতি ‘মম’ সিনেমার জন্য মরণোত্তর জাতীয় পুরস্কারও পান তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement