Advertisement
Advertisement

স্বাধীনতা দিবসের সেলিব্রেশনে মাতলেন টলিউড-বলিউডের তারকারা

কী বার্তা দিলেন অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা?

Bollywood, Tollywood celebrates Independence Day
Published by: Suparna Majumder
  • Posted:August 15, 2018 12:36 pm
  • Updated:August 15, 2018 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে দেশবাসীর জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ভারত গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে সুসজ্জিত ট্যাবলোর যাত্রা দেখলো গোটা রাজ্য। পিছিয়ে নেই টলিউডের তারকারাও। স্বাধীনতার চিন্তায় জেগে ওঠার ডাক দিলেন প্রসেনজিৎ  চট্টোপাধ্যায়। শহিদদের কথা স্মরণ করলেন জিৎ। শুভেচ্ছা জানালেন দেব, মিমি, প্রিয়াঙ্কা সরকারও।

 

Advertisement

[স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা]

স্বাধীনতা দিবসে প্রথা ভেঙে অন্যরকম পোশাক পরেছেন শাহেনশা অমিতাভ বচ্চন। আগামী প্রজন্মের সঙ্গে সেলিব্রেট করেছেন রণবীর সিং। শহিদদের স্মরণ করেছেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত। বাইরে থাকলেও স্বাধীনতার মানে বুঝিয়েছেন প্রীতি জিনটা। ৭২তম স্বাধীনতাকে শিল্পকীর্তির মাধ্যমে সেলিব্রেট করেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকও। রইল এমনই কিছু টুইট।

 

[শৌর্যচক্র পাচ্ছেন শহিদ ঔরঙ্গজেব, ঘোষণায় মায়ের চোখে জল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement