সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ বনাম সেন্সর বোর্ড৷ সংঘাত জারি বলিউডের সঙ্গে কেন্দ্রের৷ বলিউডের তরফে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনির ইস্তফা দাবি করেছেন পরিচালক মহেশ ভাট৷ পাঞ্জাবে মাদক পাচার নিয়ে ছবির গল্প হওয়ায় রাজ্যটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে জানিয়ে ছবির নাম থেকে ‘পাঞ্জাব’ শব্দটি ছেঁটে দেওয়ার নির্দেশ দেয় সেন্সর বোর্ড৷ একইসঙ্গে ছবি থেকে নির্ধারিত ৮৯টি শব্দ, দৃশ্য ‘কাট’ করে দিতে বলা হয়৷
কিন্তু এবার আরও বিপদে উড়তা পাঞ্জাব৷ সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতায় বম্বে হাই কোর্টের দারস্থ হয়েছিলেন ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ৷ কিন্তু সেখানেও দেখা দিল টালবাহানা৷ আজও কোনওরকম রায় দিল না উচ্চ আদালত৷ আবার আগামীকাল এই শুনানি হবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি, সেন্সর বোর্ড যাতে ছবির ছেঁটে ফেলা দৃশ্যগুলিকে ছাঁটার কারণ সঠিকভাবে আদালতকে জানায়, সেই নির্দেশও দেওয়া হয়েছে এদিন৷ শাহিদ কাপুর, করিনা কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’-এর অন্যতম প্রযোজক অনুরাগের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’ বুধবার বোম্বে হাই কোর্টে বিচারপতি সত্যনারায়ণ ধর্মাধিকারী ও বিচারপতি শালিনী ফানসালকার যোশীর বেঞ্চে এই বিষয়টি তোলে৷ তারই শুনানি হল এদিন৷ অনুরাগের মতে, রাজনীতির চাপে ছবিটিকে এভাবে হেনস্তা করা হচ্ছে৷ শিল্পের মুখ বন্ধ করা হচ্ছে৷ এ প্রসঙ্গে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন৷
এরপরই সেন্সর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অনুরাগের পাশে দাঁড়িয়ে সরব হন করণ জোহর, জোয়া আখতার, মহেশ ভাটের মতো বলিউডের প্রথম সারির পরিচালকরা৷ সাম্প্রতিককালে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি নীতিবাগীশ হয়ে বহু ছবির উপর অকারণে কাঁচি চালাচ্ছেন বলে ক্ষোভ উগরে দেন তাঁরা৷ ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি নিয়ে ক্রমাগত যে জলঘোলা চলছে তাতে পরিচালকদের পাশাপাশি বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও অনুরাগের পক্ষে দাড়িয়েছেন৷ ছবির ৮৯ টি দৃশ্য ছবি থেকে ছেঁটে ফেলার পরোক্ষ প্রতিবাদ করে অমিতাভ বচ্চন একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “শিল্পের হত্যা করা উচিত নয়৷ শিল্পের হত্যা এবং আত্মার হত্যা একইরকম” আমির খানও এই ছবির পক্ষে দাড়িয়ে বলেছেন, “পুরো ঘটনাটাই খুব দুর্ভাগ্যজনক৷ শুনেছিলাম ছবিতে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে৷ এমন ছবি থেকে এতগুলো দৃশ্য ছেঁটে ফেলা কোনও কাজের কথা নয়৷”
কয়েক মাস পরেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন৷ এই ছবি মুক্তি পেলে রাজ্যটির শাসক দল বিজেপির জোটসঙ্গী অকালি দলের শাসন ব্যবস্থার দিকে আঙুল উঠবে৷ তার ফল নির্বাচনের উপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ১৭ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা৷ ততদিনে দু’পক্ষের সংঘাত না মিটলে মুক্তির দিন পিছোতে পারে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.