Advertisement
Advertisement

Breaking News

ওম পুরির মৃত্যুতে শোকাহত গোটা দেশ

এক অসাধারণ অভিনেতার প্রয়াণে সমবেদনা জানাচ্ছেন সকলে।

Bollywood mourns renowned actor Om Puri's demise
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 6, 2017 1:15 pm
  • Updated:January 6, 2017 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচিত্র জগতের অন্যতম তারকা ওম পুরির অকাল প্রয়াণে শোকাহত বলিউড৷ একের পর এক শোকবার্তায় ভরে গিয়েছে টুইটার৷ সিনে দুনিয়া থেকে রাজনৈতিক মহল, টুইটারের মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন একের পর এক ব্যক্তিত্ব৷ দেখে নিন ওম পুরির মৃত্যুতে কে কী বলছেন-

১) অভিনেতা ওম পুরির মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সিনেমা ও থিয়েটার জগতে ওম পুরির অবদান স্মরণ করেছেন প্রধানমন্ত্রী৷

Advertisement

২) ওম পুরিজির আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত৷সমস্ত বিশ্ব ওনার অভিনয়ের গুণমুগ্ধ: মমতা বন্দ্যোপাধ্যায়

৩) ওম পুরিজির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি৷ এটা ভাষায় প্রকাশ করা যাবে না৷ আমরা আপনাকে মিস করব৷ওঁনার পরিবারের প্রতি রইল সমবেদনা: রীতেশ দেশমুখ৷

 

৪) RIP৷ তোমাকে মিস করব ওম: ঋষি কাপুর

৫) দুর্দান্ত অভিনেতা….. দারুন ফিল্মোগ্রাফি….অসামান্য প্রতিভা….RIP ওম পুরি…এক মহান শিল্পীকে হারাল চলচ্চিত্র জগত: করণ জোহর


৬) বিদায় ওম৷ তোমার সঙ্গে আমার একটা অংশ আজ চলে গেল৷ তোমার সঙ্গে সিনেমা এবং জীবনের গল্প করে কাটানো অনেক রাত কী করে ভুলব

: মহেশ ভাট

 

৭) RIP ওম পুরি৷ শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজনকে আজ আমরা হারালাম: বোমান ইরানি

৮) আপনাকে মিস করব স্যর: মধুর ভান্ডারকর

৯) ওম পুরিজির মতো একজন বড় মাপের অভিনেতার মৃত্যুতে আমি মর্মাহত: মাধুরী দীক্ষিত

১০) সিনেমাজগতের জন্য আজ খুব দুঃখের দিন৷একজন মহান অভিনেতাকে হারালাম আমরা৷ আপনাকে আমরা ভুলব না৷ RIP ওম পুরি সাব: নেহা ধুপিয়া

ঈশ্বর তাঁর কাছে একজন সেরা মানুষকে ডেকে নিলেন৷ বার্লিনে একসঙ্গে পানীয় ভাগ করে নেওয়ার স্মৃতি ভুলব না৷ আপনাকে মিস করব ওম জি: শাহরুখ খান

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement