Advertisement
Advertisement

বলিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় ‘সিজনস গ্রিটিংস’-এর হাত ধরে

#MeToo-এর জেরে এই প্রথম বলিউডের শুটিং ফ্লোরে পদক্ষেপ!

Bollywood industry got it's first ever Intimacy Supervisor.
Published by: Sandipta Bhanja
  • Posted:March 15, 2019 4:45 pm
  • Updated:March 15, 2019 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরে আপত্তিজনকভাবে অভিনেত্রীদের গায়ে কখনও হাত দেওয়া আবার কখনও বা কোনও অভিনেত্রীর সঙ্গে অভব্য আচরণের জেরে, গতবছরই #MeToo জালে জড়িয়েছিলেন একাধিক বলিউড প্রযোজক, পরিচালকরা। তবে, শুটিং ফ্লোরে সেই চিন্তা যাতে আর না করতে হয়, বলিউডে এবার সেই ব্যবস্থাই শুরু হল। শুরুটা করলেন ‘কেকওয়াক’ পরিচালক রামকমল মুখোপাধ্যায় এবং প্রযোজক অরিত্র দাস। রামকমল আপাতত ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘সিজনস গ্রিটিংস’ নিয়ে। যেই ছবি দিয়ে বলিউডে ফিরছেন অভিনেত্রী সেলিনা জেটলি। আর এই ছবিতেই পরিচালক-প্রযোজকের অভিনব উদ্যোগে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য নিয়োগ করা হল ‘ইন্টিমেসি সুপারভাইজার’।

[সাইনার বায়োপিক থেকে বাদ শ্রদ্ধা, তাঁর বদলে কে?]

চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্য। চুম্বন, আলিঙ্গন থেকে শরীরে শরীরে মিশে যাওয়া। আপত্তি তো থাকতেই পারে অভিনেত্রীর! পাছে, ঘনিষ্ঠ দৃশ্য পরিচালকের ক্যামেরাবন্দি করার সময় তাঁকে অস্বস্তিতে না পড়তে হয়। বলা যায় না, যদি বিপরীতের অভিনেতার ছোঁয়ায় তাঁর মনে হয় তিনি অস্বস্তিবোধ করছেন! যার জেরে ভবিষ্যতে উঠতে পারে #MeToo-এর মতো অভিযোগও। তাই এই ঘনিষ্ঠ দৃশ্য শুটের জন্য হলিউডে একরকম পন্থা অবলম্বন করা হয়। যাতে অভিনেত্রীরা শুটিংয়ের সময় অস্বস্তিবোধ না করেন। সাধারণত একজনকে রাখা হয় শুটিং ফ্লোরে এই দৃশ্য শুটের সময়। যিনি পুরো ব্যাপারটা মনিটর করেন যে চিত্রনাট্যে অভিনেত্রী-অভিনেতার কোনও অসুবিধে আছে কিনা, কিংবা কতটা ঘনিষ্ঠ দৃশ্যে তাঁর আপত্তি রয়েছে, এই যাবতীয় ব্যাপার নিয়ে আলোচনা করা হয় তাঁর সঙ্গে। সঙ্গে অবশ্যই থাকেন পরিচালক এবং প্রযোজক। তাকে বলা হয় ‘ইন্টিমেসি সুপারভাইজার’।

Advertisement

সেলিনা জানিয়েছেন, “বিয়ের পর ঘনিষ্ঠ দৃশ্যের একটু বাঁধো বাঁধো ঠেকেছিল প্রথমটায়। তবে, রামকমল স্টোরিবোর্ডে যেভাবে এই ঘনিষ্ঠ দৃশ্য ডিজাইন করে সিনেমাটোগ্রাফার প্রভাতেন্দু মণ্ডলের সঙ্গে শেয়ার করেছিলেন এবং আমার সঙ্গেও আলোচনা করেন, আমি আশ্বস্ত হই।” আর এই ‘ইন্টিমেসি সুপারভাইজার’-এর আইডিয়াটাও কিন্তু সেলিনারই ছিল!

[কে আসল, কে নকল! দীপিকার ইনস্টাগ্রাম ছবি দেখে নেটদুনিয়া মেতেছে সেই প্রশ্নেই]

এক মা ও মেয়ের সম্পর্কের গল্প দেখা যাবে ‘সিজনস গ্রিটিংস’-এ। এর সঙ্গে ছবির গল্পে থাকছে ৩৭৭ ধারার টুইস্টও। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই রামকমলের এই প্রয়াস। সেলিনার মায়ের চরিত্রে দেখা যাবে লিলেট দুবে-কে। কুমার শানুর ছেলে জান এই ছবিতে গান গেয়েই বলিউডে অভিষেক করছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement