সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ‘পরিণীতা’ ছবির পরিচালক প্রদীপ সরকার। শুক্রবার মুম্বইয়ে শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৭। টুইটারে প্রদীপ সরকারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হনসল মেহতা, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা।
Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘পরিণীতা’ ছবির পরিচালক প্রদীপ সরকার। ডায়ালিসিস চলছিল তাঁর। হঠাৎ করেই দেহে পটাশিয়ামের মাত্রা কমে যায় পরিচালকের। রাত ৩ টে নাগাদ হাসপাতালে ভরতি করা হলে শেষরক্ষা হয়নি। পরিবারসূত্রে জানা গিয়েছে, নিউমোনিয়া হয়েছিল পরিচালকের।
Ohh! That’s so shocking!
Rest in peace Dada!!🙏 https://t.co/wOCqOlVd5Z— manoj bajpayee (@BajpayeeManoj) March 24, 2023
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪ টে নাগাদ সান্টাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বিজ্ঞাপন জগত থেকেই কেরিয়ার শুরু করেন প্রদীপ সরকার। তারপর পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা। বিধু বিনোদ চোপড়ার প্রোডাকশনে তৈরি পরিণীতিই তাঁর প্রথম পরিচালিত ছবি। যে ছবি দিয়ে বিদ্য়া বালান বলিউডে কেরিয়ার শুরু করেন। প্রথম ছবিতেই পরিচালক হিসেবে নজর কেড়েছিলেন প্রদীপ সরকার। এরপর রানি মুখোপাধ্য়ায়, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি করেন ‘লাগা চুনরি মে দাগ’। ছবিটি বক্স অফিসে সফল না হলেও, প্রশংসা কুড়িয়েছিল। তারপর ‘লফঙ্গে পরিন্দে’, ‘মরদানি’, ‘হেলিকপ্টার এলা’র মতো ছবি দর্শকদের উপহার দেন প্রদীপ সরকার। কাজল ও ঋদ্ধি সেন অভিনীত ‘হেলিকপ্টার এলা’ই তাঁর শেষ পরিচালিত ছবি। কঙ্গনাকে নিয়ে নটী বিনোদিনীর বায়োপিক তৈরি করার কথা ছিল তাঁর। তবে সে স্বপ্ন অধরাই রয়ে গেল পরিচালকের। প্রদীপ সরকারের প্রয়াণে স্বাভাবিকভাবে শোকের ছায়া বলিউডে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.