Advertisement
Advertisement

বলিউডের দিওয়ালি সারপ্রাইজ!

এক এক করে দেখে নেওয়া, পড়ে নেওয়াই ভাল নয় কি?

Bollywood Celebs Wish Fans Happy Diwali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 30, 2016 6:00 pm
  • Updated:November 3, 2020 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারা বলছি যখন, তখন আলোর কথাও ভুলে গেলে চলবে না! বলিউডের সেই তারাদের আলোতেই ঝলমলিয়ে ওঠে রুপোলি পর্দা। সারা বছর। তবে, দিওয়ালিতে বলিউডের সেই তারার আলো জ্বলে উঠল দ্বিগুন হয়ে! কেন না, ভক্তদের জন্য স্পেশ্যাল দিওয়ালি শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁরা। কারও আলোজ্বলা শুভেচ্ছা ধরা দিয়েছে শুধুই শব্দে। কারও বা ছবিতে, ভিডিওতে।
কে কী বলছেন বা লিখেছেন- সে সব বলে দিয়ে সারপ্রাইজটা নষ্ট করা কি উচিত হবে? এই শুভেচ্ছা তো আমার-আপনার জন্য, অনেকটা উপহারের মতো! উপহারের মোড়ক যেমন অন্যে খুললে খারাপ লাগে, এখানেও বলে দিলে তেমনটাই হবে।
তার চেয়ে এক এক করে দেখে নেওয়া, পড়ে নেওয়াই ভাল নয় কি?
শুধু জেনে রাখুন, শুভেচ্ছা-জ্ঞাপকদের তালিকাটা বেশ লম্বা। প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, অভিষেক বচ্চন, দিয়া মির্জা, অজয় দেবগন, হৃতিক রোশন- কে কী বলছেন বলুন তো আপনাকে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement