Advertisement
Advertisement

মোদির সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ বিনোদন ও ক্রীড়াদুনিয়া

প্রত্যেককে আলাদা করে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

Bollywood and Sportspersons praise Modi for the historic move
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 9, 2016 6:19 pm
  • Updated:November 9, 2016 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস হানা ও কালো টাকা রুখতে রাতারাতি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন সিদ্ধান্তে তোলপাড় গোটা দেশ৷ রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে খলনায়কের আসনে বসিয়েছেন৷ আবার অনেকেই এমন ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ বলিউড থেকে ক্রীড়াদুনিয়া, সকলেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে নিজেদের মতামত জানিয়েছেন৷

বলিউড পরিচালক করণ জোহর মোদির প্রশংসা করে বলেছেন, “এটা মাস্টারস্ট্রোক ছিল৷ কালো টাকাকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিলেন মোদি৷”

Advertisement


বলি ডিভা অনুষ্কা শর্মা মনে করছেন, “উন্নত ভারত গড়ার জন্য অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন মোদি৷ এই সময় দেশবাসী হিসেবে আমাদের উচিত তাঁর পাশে থাকা৷”

একই কথা বলছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও৷ মোদিকে টুইট করে কুর্নিশ জানিয়েছেন তিনি৷

গায়ক কৈলাশ খের আবার বলছেন, দুর্নীতি আর কালো টাকা মুছে ফেলতে পারলেই দেশ উন্নতির শিখর ছুঁতে পারবে৷ এতে মোদির প্রতিক্রিয়া, “এটি দেশের জন্য ঐতিহাসিক দিন৷ খুব তাড়াতাড়ি আমরা উন্নয়নশীল দেশের অন্তর্ভূক্ত হতে পারব৷”

এদিকে, নতুন ২০০০ টাকার নোটের রং দেখে বেজায় খুশি বিগ বি৷ বলিউড শেহেনশা বলছেন, “২০০০ টাকার নোটের রং গোলাপি৷ এটা পিঙ্ক এফেক্ট৷”

অভিনেতা সুনীল শেঠী ৯/১১ তারিখের সঙ্গে এদিনের তুলনা টেনেছেন৷ “৯/১১ যখনই আসে, তখনই সব নড়েচড়ে ওঠে৷ ৯/১১-তে কেউ হারাবে, আবার অনেকেই অনেক কিছু জিতবে৷ অত্যন্ত কঠিন এবং সাহসী সিদ্ধান্ত”, বলছেন তিনি৷

মোদির সিদ্ধান্তে যেমন অধিকাংশ বি-টাউনই খুশি, তেমন ক্রীড়া দুনিয়াও দুর্নীতি দমনের এই নয়া পদ্ধতিকে স্বাগত জানিয়েছে৷ টিম ইন্ডিয়া কোচ অনিল কুম্বলে ক্রিকেটীয় ঢঙে মোদিকে টুইট করেছেন, “মোদির গুগলিতে সব বোল্ড হয়ে গিয়েছে৷ দারুণ কাজ করেছেন স্যার৷ আপনার জন্য গর্বিত৷”

একই কথা বলছেন হরভজন সিংও৷ কালো টাকা রুখতে মোদি ছক্কা মেরেছেন বলে মনে করছেন ভাজ্জি৷

প্রত্যেককে আলাদা করে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement