সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস হানা ও কালো টাকা রুখতে রাতারাতি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন সিদ্ধান্তে তোলপাড় গোটা দেশ৷ রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে খলনায়কের আসনে বসিয়েছেন৷ আবার অনেকেই এমন ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ বলিউড থেকে ক্রীড়াদুনিয়া, সকলেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে নিজেদের মতামত জানিয়েছেন৷
বলিউড পরিচালক করণ জোহর মোদির প্রশংসা করে বলেছেন, “এটা মাস্টারস্ট্রোক ছিল৷ কালো টাকাকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিলেন মোদি৷”
This is truly a masterstroke move!!!! @narendramodi hits it out of the stadium!!!! 🇮🇳
— Karan Johar (@karanjohar) November 8, 2016
বলি ডিভা অনুষ্কা শর্মা মনে করছেন, “উন্নত ভারত গড়ার জন্য অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন মোদি৷ এই সময় দেশবাসী হিসেবে আমাদের উচিত তাঁর পাশে থাকা৷”
A welcome bold&courageous step by PM Modiji towards nation building.Each 1of us shld cooperate in d larger interest of d nation #BlackMoney
— Anushka Sharma (@AnushkaSharma) November 8, 2016
একই কথা বলছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও৷ মোদিকে টুইট করে কুর্নিশ জানিয়েছেন তিনি৷
Hats off @narendramodi ji. New india is born #JaiHind
— Rajinikanth (@superstarrajini) November 8, 2016
গায়ক কৈলাশ খের আবার বলছেন, দুর্নীতি আর কালো টাকা মুছে ফেলতে পারলেই দেশ উন্নতির শিখর ছুঁতে পারবে৷ এতে মোদির প্রতিক্রিয়া, “এটি দেশের জন্য ঐতিহাসিক দিন৷ খুব তাড়াতাড়ি আমরা উন্নয়নশীল দেশের অন্তর্ভূক্ত হতে পারব৷”
Thank you. Corrupt practices and black money have to be eliminated and that is when we will scale new heights of progress. https://t.co/SldJb4mHJO
— Narendra Modi (@narendramodi) November 9, 2016
এদিকে, নতুন ২০০০ টাকার নোটের রং দেখে বেজায় খুশি বিগ বি৷ বলিউড শেহেনশা বলছেন, “২০০০ টাকার নোটের রং গোলাপি৷ এটা পিঙ্ক এফেক্ট৷”
— Raj Nayak (@rajcheerfull) November 8, 2016
অভিনেতা সুনীল শেঠী ৯/১১ তারিখের সঙ্গে এদিনের তুলনা টেনেছেন৷ “৯/১১ যখনই আসে, তখনই সব নড়েচড়ে ওঠে৷ ৯/১১-তে কেউ হারাবে, আবার অনেকেই অনেক কিছু জিতবে৷ অত্যন্ত কঠিন এবং সাহসী সিদ্ধান্ত”, বলছেন তিনি৷
9/11 jab bhi aata hai hila dalta hai bhai…this 9/11 some will lose…many shall win! A powerful & brave decision indeed #RIP #BlackMoney
— Suniel Shetty (@SunielVShetty) November 8, 2016
মোদির সিদ্ধান্তে যেমন অধিকাংশ বি-টাউনই খুশি, তেমন ক্রীড়া দুনিয়াও দুর্নীতি দমনের এই নয়া পদ্ধতিকে স্বাগত জানিয়েছে৷ টিম ইন্ডিয়া কোচ অনিল কুম্বলে ক্রিকেটীয় ঢঙে মোদিকে টুইট করেছেন, “মোদির গুগলিতে সব বোল্ড হয়ে গিয়েছে৷ দারুণ কাজ করেছেন স্যার৷ আপনার জন্য গর্বিত৷”
Massive googly bowled by our Hon. PM @narendramodi today. Well done Sir! Proud of you!!
— Anil Kumble (@anilkumble1074) November 8, 2016
একই কথা বলছেন হরভজন সিংও৷ কালো টাকা রুখতে মোদি ছক্কা মেরেছেন বলে মনে করছেন ভাজ্জি৷
Massive sixer by @narendramodi ji to discontinue the use of 500 and 1000 rupee notes to curb #BlackMoney. Brave move! We’re proud of you!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 8, 2016
প্রত্যেককে আলাদা করে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.