Advertisement
Advertisement

জানেন, কীভাবে হেনস্তাকারীর আঙুল মুচড়ে দিয়েছিলেন তপসি?

ক্লিক করে আপনিও শিখে নিন সেই কায়দা৷

Bollywood actress Taapsee Pannu narrates how she fought a pervert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 11:36 am
  • Updated:March 23, 2017 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে শুরুটা তেমন ভাল হয়নি৷ সইতে হয়েছে প্রত্যাখানের জ্বালা৷ কিন্তু হাল ছাড়েননি তিনি৷ ‘বেবি’ থেকে ‘পিঙ্ক’, তারপর ‘নাম শাবানা’৷ বলিউডে নিজের জোরে পায়ের তলার মাটি শক্ত করেছেন তপসি পান্নু৷ এখন বি-টাউনে পাচ্ছেন ডার্ক হর্সের তকমা৷ গ্ল্যামার নয় তাঁর হাতিয়ার নিজের আত্মবিশ্বাস৷ এই আত্মবিশ্বাসের জোরেই যেমন পর্দায় ভিলেনদের কুপোকাত করছেন, তেমনি বাস্তবের দুনিয়ার হেনস্তাকারীদেরও উচিত শিক্ষা দিয়েছেন অভিনেত্রী৷

[বন্ধ একাধিক কসাইখানা, মিলছে না লখনউয়ের তুলতুলে ‘টুন্ডে কাবাব’]

Advertisement

‘হিউম্যানস অফ বম্বে’ নামে একটি ফেসবুক পেজে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘পিঙ্ক’ গার্ল৷ ঘটনা সপ্তাহ কয়েক আগের৷ দিল্লির এক কীর্তনে গিয়েছিলেন অভিনেত্রী৷ হঠাৎ বুঝতে পারেন, পিছনের লোকটি ক্রমাগত তাঁকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করছে৷ পিছনে না তাকিয়েই আঙুল ধরে এমন মোচড় দেন, যন্ত্রণায় চিৎকার করে সরে যায় হেনস্তাকারী৷

[পোশাকের ‘টেস্ট ড্রাইভিং’ পুনমের, ভিডিওয় ঝড় নেটদুনিয়ায়]

নিজের বাস্তবের এই কাহিনি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, নায়িকা নন তিনি নিজের কাহিনির নায়ক৷ আর গুটি কয়েক মানুষকে এই তেতো ওষুধ গিলতে হবে৷ কারণ তিনি কখনই সরে দাঁড়াবেন না৷ এই নায়কোচিত মেজাজেই ‘নাম শাবানা’তে ধরা দিচ্ছেন তপসি৷ ৩১ মার্চ মুক্তি পাচ্ছে এই অ্যাকশন থ্রিলার৷ তার আগে দর্শকদের সামনে শুধু প্রচারই করেননি তপসি৷ নিজের আইডল তথা সহ-অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে শিখিয়েছেন মার্শাল আর্টের নানা কায়দাও৷ যার মাধ্যমে সহজেই মহিলারা ধরাশায়ী করতে পারবেন হেনস্তাকারীকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement