Advertisement
Advertisement

Breaking News

Govinda Sunita Divorce

মারাঠি অভিনেত্রীর প্রেমে? সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ভাঙছেন গোবিন্দা!

বলি পাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের নায়ক।

Bollywood actor Govinda and his wife Sunita Ahuja had their final stage of divorce
Published by: Kishore Ghosh
  • Posted:February 25, 2025 1:32 pm
  • Updated:February 25, 2025 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার পর শিল্পা শেট্টির মতো কেউ কেউ কূট প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দাকে? কারণ তাঁদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হল খাদের কিনারে। এর মধ্যে নতুন খবর, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। কিন্তু কেন বিচ্ছেদ?

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। যদিও সম্প্রতি জানা যায়, এক ছাদের তলায় থাকেন না গোবিন্দা-সুনীতা। একটি সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানান, দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন একটি ফ্ল্যাটে। ঠিক তার উলটো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। অথচ দীর্ঘ দিন ধরে বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবে পরিচিত ছিলেন তাঁরা। হঠাৎ কী হল?

Advertisement

বলি পাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের ‘যুবক’ গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এই বিষয়ে অভিনেতা এবং তাঁর স্ত্রী এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। সাক্ষাৎকারে খোলামেলা সুনীতা জানান, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তাঁর বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, ” এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub