সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম যখন ডানা মেলে সমস্ত বাঁধন ভেঙে দেয়৷ শরীর তখন চায় সেই ছোঁয়া৷ যাতে থাকে না কোনও লাগাম৷ থাকে না কোনও বাধা-নিষেধ৷ থাকে না নারী-পুরুষের যৌনতার প্রচলিত ধারা৷ শরীরী প্রেমের এই বেলাগাম খেলাই পর্দায় তুলে ধরেছেন দুই ‘সিঙ্গিং সেন্সেশন’ মনিকা ডোগরা ও অনুষ্কা মনচন্দা৷ দুই নারীর সাহসী মিলন দৃশ্য তৈরি করেছে লাস্যের নতুন পরিভাষা৷
সেন্স্যুয়াস এই সিঙ্গলটি তৈরি করেছেন ইলেক্ট্রনিকা প্রযোজক নানক৷ নিপুণ হাতে তিনি এঁকেছেন প্রেম-লাস্য-বিরহের সফর৷ সমকামী মিলনের দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে এতটুকু কার্পণ্য করেননি অনুষ্কা-মনিকাও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.