Advertisement
Advertisement

নোবেল পুরস্কার গ্রহণে সম্মতি ডিলানের

অবশেষে মুখ খুললেন ডিলান৷

Bob Dylan responds to Nobel Prize win
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 6:07 pm
  • Updated:October 29, 2016 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নোবেল পাওয়া নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব৷ কিন্তু খোদ নোবেল প্রাপক এই বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ করেননি৷ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেবল বলেছিলেন, “অবিশ্বাস্য একটি ব্যাপার না?” কিন্তু তারপর থেকে মুখে কুলুপ এঁটেছিলেন বব ডিলান৷ এবার নিজের নোবেল প্রাপ্তি নিয়ে মতামত দিলেন শিল্পী৷ নোবেল নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়ে বলেছেন, ডিসেম্বরে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অবশ্যই উপস্থিত থাকতে চান৷

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ায় সাহিত্যে নোবেল প্রাপক হিসাবে নাম ঘোষণা হয় ডিলানের৷ কিন্তু পুরস্কার ঘোষণার পর থেকেই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি  সঙ্গীতশিল্পী৷ আর তাঁর এই ব্যবহারের জন্য যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল  সুইডিশ অ্যাকাডেমি৷ অ্যাকাডেমির এক সদস্য ডিলানকে ‘অভদ্র ও উদ্ধত’ বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন৷

Advertisement

ডিসেম্বর মাসের ১০ তারিখ স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে৷ সেই মঞ্চেই এবার দেখা মিলবে ডিলানের৷  প্রাথমিক সম্মতি জানিয়ে ডিলানও বলেছেন, যদি সম্ভব হয় তিনি নিশ্চয়ই সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ আর এতেই আশায় বুক বাঁধছেন ডিলান ভক্তরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement