Advertisement
Advertisement

বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার

শিল্পী কলাকুশলীরা পরিচালকের পাশে দাঁড়িয়েই নিন্দা করেছেন হেনস্তার৷

BJP's Fatwa on Bhansali on Padmavati Row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2017 3:07 pm
  • Updated:January 30, 2017 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু করনি সেনাতে রক্ষে নেই, বিজেপি দোসর৷ এবার পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে আসরে নামলেন বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল৷ যে কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে ১০,০০০ টাকা ইনাম দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিজেপি নেতা৷

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

‘পদ্মাবতী’ ছবি নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে৷ ক’দিন আগেই ছবির শুটিং চলাকালীন জয়পুরে হেনস্তার মুখে পড়েন পরিচালক৷ করনি সেনার দাবি, ছবিতে বিকৃত করা হয়েছে রানি পদ্মাবতীর চরিত্র৷ ইতিহাস বিকৃতির অভিযোগে সরব অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও৷ যদিও পরিচালক জানিয়েছেন৷ ছবিতে কোনওরকম তথ্য বিকৃতি হচ্ছে না৷ করনি সেনাকে এ ব্যাপারে আশ্বাসও দেওয়া হয়েছে৷ বলিপাড়ায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৷ শিল্পী কলাকুশলীরা পরিচালকের পাশে দাঁড়িয়েই নিন্দা করেছেন হেনস্তার৷ তবে এবার ঘটনা মোড় নিল অন্যদিকে৷ কেননা এবার  এই ঘটনায় নাম জড়াল শাসকদলেরও৷ মধ্যপ্রদেশের বিজেপি নেতা এতটাই ক্ষিপ্ত যে, তিনি জানিয়েছেন, কেউ বনশালিকে জুতো মারলে তাঁকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে৷ তাঁর দাবি, পরিচালক ইতিহাসকে খারাপভাবে দেখাচ্ছেন৷ তাই এ সময় চুপ করে বসে থাকার নয়৷ এ ধরনের পুরস্কার ঘোষণা করার জন্য তাঁর তাই কোনও অনুতাপ নেই বলেও সাফ জানিয়েছেন তিনি৷

Advertisement

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement