সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসহিষ্ণুতা বিতর্ক যেন ছেড়েও ছাড়ছে না শাহরুখ খানকে৷ ‘রইস’ মুক্তির মাত্র কয়েকদিন আগে ফের মাথাচাড়া দিল তা৷ পরোক্ষে শাহরুখকে দেশদ্রোহী বলেই তোপ দাগলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়৷
নাম না করেই বলি সুপারস্টারকে বিঁধেছেন তিনি৷ শাহরুখের ‘রইস’ ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে হৃতিক রোশনের ‘কাবিল’৷ এ দুই ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে চাপানউতোর চলছেই৷ এবার ছবি দুটির নাম ব্যবহার করেই শাহরুখকে এক হাত নিলেন বিজেপি নেতা৷ টুইট করে জানালেন, যে ‘রইস’ দেশের নয়, সে কোনও কাজের নয়৷ বরং ‘কাবিল’ দেশভক্তের পাশেই দাঁড়ানো উচিত৷ নাম না করলেও শাহরুখই যে তাঁর লক্ষ্য, সে ইঙ্গিত স্পষ্ট৷
जो #Raees देश का नहीं, वो किसी काम का नहीं।
और एक #Kaabil देशभक्त का साथ, तो हम सभी को देना ही चाहिए। pic.twitter.com/S5ufpuQTPJ
— Kailash Vijayvargiya (@KailashOnline) January 21, 2017
পঞ্চাশে পা দিয়েই এক সাক্ষাৎকার নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শাহরুখ৷ দেশে বাড়তে থাকা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে নানা সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন৷ গোদের উপর বিষফোড়া হয়ে দাঁড়ায় ভারতীয় ছবিতে পাক শিল্পীদের কাজ করা নিয়ে জারি হওয়া ফতোয়া৷ শাহরুখের রইস-এ কাজ করেছেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ উরি হামলার পর যখন এ ফতোয়া লাগু হয়, ততদিনে রইস-এর কাজ প্রায় শেষ হয়েছে৷ একই ইস্যুতে বিপাকে পড়েছিল করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও৷ শেষমেশ মুচলেকা দিয়ে ও সেনা তহবিলে অর্থ জমা দিয়ে ছবিটি মুক্তি পায়৷ এ নিয়ে তাই আগেভাগেই রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন শাহরুখ৷ মাহিরা কোনওরকম প্রচারে অংশ নেবেন না জানানোর পর, ছবি মুক্তিতে কোনওরকম বাধাও আসেনি৷ তবে মুক্তির ঠিক আগে আবার নতুন করে ঝামেলায় পড়লেন৷ অসহিষ্ণুতা বিতর্ক নিয়ে এর আগেও শাহরুখকে নিশানা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়৷ জানিয়েছিলেন, শাহরুখ ভারতে বাস করলেও তাঁর মন পড়ে আছে পাকিস্তানে৷ অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলার জেরে তাঁর প্রশ্ন ছিল, মুম্বই হামলার সময় শাহরুখ খান কোথায় ছিলেন? ছবি মুক্তির আগে এবার নাম না করে ফের কিং খানকে বিঁধলেন তিনি৷
যদিও এ সব সত্ত্বেও ছবির প্রমোশন চালিয়ে যাচ্ছেন বলি বাদশা৷ আর তাঁর সঙ্গী খুদে আব্রামও৷ বাবার মতোই 2D চশমা পরে খুদে রইস হয়ে উঠেছে সে৷
And Bola Na “Battery Nahi Bolne Ka…” pic.twitter.com/6RK3AxEKWN
— Shah Rukh Khan (@iamsrk) January 21, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.