Advertisement
Advertisement

ওপারে ‘বিসর্জন’, একই দিনে এপারে মুক্তি সিক্যুয়েল ‘বিজয়া’র

দুই বাংলার মানুষের উৎসাহ তুঙ্গে৷

'Bisarjon' screening in Bangladesh
Published by: Sayani Sen
  • Posted:January 3, 2019 7:14 pm
  • Updated:January 3, 2019 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল একইদিনে ভারত ও বাংলাদেশে মুক্তি পাবে ‘বিজয়া’৷ কিন্তু আচমকাই সিদ্ধান্ত পরিবর্তন করলেন বাংলাদেশে ছবিটির পরিবেশক ইফতেখার উদ্দিন নওশাদ৷ শুক্রবার ভারতে ‘বিজয়া’ মুক্তি পাচ্ছে ঠিকই৷ তবে, বাংলাদেশে মুক্তি পাচ্ছে না কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি৷ তার পরিবর্তে আগামিকাল ওপার বাংলায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’৷

[‘আর ডি বর্মনের মিউজিক ছিল বলেই আজও সংগীত বেঁচে আছে’, স্মৃতিচারণায় অভিজিৎ]

বছর দেড়েক আগে ভারতে মুক্তি পেয়েছিল ‘বিসর্জন’৷ সিনেমার এক্কেবারে মূল চরিত্রে ছিলেন জয়া ও আবির৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্রও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ ‘বিসর্জন’ দর্শকদের মন জয় করেছে৷ এই ছবি পেয়েছে একের পর এক পুরস্কারও৷ সেই ‘বিসর্জন’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে৷ ইন উইন এন্টারপ্রাইজের উদ্যোগে শুক্রবার ঢাকার মধুমিতা, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘বিসর্জন’। প্রতিষ্ঠানটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘‘ভারতে মুক্তির সময় এই সিনেমাটি নিয়ে জোর আলোচনা হয়। পুরস্কারও জিতেছে এটি। তাছাড়া ছবির নায়িকা বাংলাদেশের জয়া আহসান। সে কারণে এ দেশের দর্শকরা এই ছবিটি দেখতে চায়৷’’ বাংলাদেশেও এই ছবি যথেষ্ট সফল হবে বলেই আশা ইন উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের৷

Advertisement

[দীপিকার নামে দোসা! মেনুকার্ড দেখে জিভে জল রণবীরের]

এদিকে, একই দিনে ভারতে মুক্তি পাচ্ছে ‘বিজয়া’। ‘বিসর্জন’ -এ না বলা কিছু কাহিনি ফুটে উঠবে ‘বিজয়া’-র চিত্রনাট্যে৷ বছরের প্রথম ছবি হিসেবে একই দিনে দু’দেশে দুটি ছবি মুক্তি পাওয়ায় আনন্দিত জয়া। তিনি বলেন, ‘‘দু’দেশেই বছরের প্রথম ছবি হিসেবে আমার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। খুব ভাল লাগছে।’’ ‘বিজয়া’ প্রত্যেকের ভাল লাগবে বলেই আশা অভিনেত্রীর৷ ‘বিসর্জন’ নিয়ে জয়া বলেন, ‘বিসর্জন বাংলাদেশের গল্পের ছবি, বাংলাদেশের মানুষের ছবি। ছবিটি হয়তো এরই মধ্যে ইউটিউবে অনেকেই দেখেছেন। তারপরও বাংলাদেশের দর্শকদের অনুরোধ করব, তাঁরা যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement