Advertisement
Advertisement

Breaking News

গান-আড্ডা-পাগলামিতে অমর কিশোর

মুসাফির হয়ে এসেছিলেন৷ আধো আলো ছায়াতে রেখে গিয়েছেন সুরের সাম্রাজ্য৷

Birth anniversary of Kishore Kumar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 3:17 pm
  • Updated:August 4, 2016 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিং নেই তাঁর, নামও সিংহ নয়৷ হাফ টিকিটে হয়েছিলেন বলিউডের সওয়ার৷ আধো আলো ছায়াতে বাংলাতেও বুনেছিলেন সুরের মায়াজাল৷ মিষ্টি হাসির দুষ্টুমিতে ক্যামেরার সামনেও মন জয় করেছিলেন দর্শকের৷ আভাস কুমার গঙ্গোপাধ্যায়৷ এই নামে নয়, পৃথিবী তাঁকে চেনে কিশোর কুমার নামে৷ আজকের দিনেই জন্ম হয়েছিল কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় ও গৌরী দেবীর কনিষ্ঠ সন্তানের৷

সেলুলয়েডে শুরুটা দাদা অশোক কুমারের হাত ধরেই হয়েছিল৷ দাদা চেয়েছিলেন কিশোর অভিনেতা হোক৷ কিন্তু কে এল সায়গলের অনুরাগী কিশোরের স্বপ্ন ছিল সঙ্গীতশিল্পী হওয়ার৷ এদিকে সলিল চৌধুরী তো প্রথাগত শিক্ষা নেই শুনে কিছুতেই রাজি নন৷ কিশোরও নাছোড়বান্দা৷ সঙ্গীত পরিচালককে শুনিয়েই ছাড়লেন নিজের গান৷

Advertisement

ফল, যে গান হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল, গাইলেন কিশোর৷ আর পিছনে ফিরে তাকাতে হয়নি গান পাগল লোকটাকে৷ বাংলা, হিন্দি মিলিয়ে অভিনয়ের ঝুলিতে রয়েছে আশিরও বেশি সিনেমা৷ গান? গুনতে যাওয়াটা বোকামিই হবে৷ শুধু একটাই কথা বলা যায়, সাতের দশকে যখন আর ডি বর্মনের সঙ্গে কিশোরের নাম যুক্ত হয় প্লেব্যাকের জগতে সংগীতের বিস্ফোরণ ঘটে৷ যার রেশ আজও সঙ্গীতপ্রেমীদের মনে ভাষা জোগায়৷

চলতি কা নাম গাড়ি৷ জীবনের শেষ দিন পর্যন্ত এটাই বিশ্বাস করে গিয়েছেন৷মুসাফির হয়ে এসেছিলেন৷ সুরের সমুদ্রে রেখে গিয়েছেন তাঁর অমূল্য রতনগুলি৷ স্মৃতির সম্পদেই জন্মদিনে আমাদের শ্রদ্ধা রইল অমর শিল্পীর জন্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement