সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য কামব্যাকের সিদ্ধান্ত নিয়েছেন৷ বছর দুয়েকের অবসর ভেঙে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা পাকা বং বিউটি বিপাশা বসুর৷ কিন্তু গোড়াতেই গন্ডগোল৷ অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী৷ তার জেরে রবিবার তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়৷ সোমবার সকালে অবশ্য নিজেই জানিয়েছেন, এখন তিনি অনেকটা সুস্থ৷
[ সিনেমায় হস্তমৈথুন নিয়ে নেটদুনিয়ায় কটাক্ষ স্বরাকে, কী উত্তর অভিনেত্রীর? ]
জানা যাচ্ছে, শ্বাসকষ্টের সমস্যার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে প্রায়শই যেতে হচ্ছিল বিপাশাকে৷ রবিবার তাঁর অসুস্থতা বাড়ে৷ সে কারণেই ভরতি হতে হয় তাঁকে৷ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি৷ অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে একে একে বলিপাড়ার অনেকেই উদ্বেগ প্রকাশ করতে থাকেন৷ টুইটারে সে কথা লেখেনও তাঁরা৷ এরপর বিপাশা নিজেই টুইট করে জানান, সংক্রমণের জেরে কাবু হয়ে পড়েছেন তিনি৷ তবে চিন্তার কিছু নেই, তিনি শিগগির সুস্থ হয়ে উঠবেন৷
To all my well wishers… just a stubborn bacterial infection.Will be fit and fabulous soon ❤️🙏
— Bipasha Basu (@bipsluvurself) June 3, 2018
সোমবার সকালে ফের টুইট করে অভিনেত্রী জানান এখন তিনি অনেকটাই সুস্থ৷ মজা করে তিনি বলেন, অসুস্থ হওয়া মানে শরীর আসলে একটা বার্তা দিচ্ছে৷ বলছে দৌড়ের গতি একটু কমাতে৷ যাতে অন্যরা তাল মেলাতে পারে৷ তাঁর সুস্থতার খবরে স্বস্তি অনুরাগী মহলে৷
He he! Goodmorning all❤️Time to regain my… https://t.co/ooPjyK6IOr
— Bipasha Basu (@bipsluvurself) June 4, 2018
কাজের নিরিখে বছর দুয়েক পর কামব্যাকের সিদ্ধান্ত নিয়েছেন বিপাশা৷ বিয়ের পর থেকে বিশেষ কয়েকটি ফটোশুট ছাড়া তাঁকে আর দেখা যায়নি৷ শেষমেশ ‘আদত’ ছবিতে ফিরছেন তিনি৷ বিপরীতে আছেন তাঁর স্বামী করণ সিং গ্রোভার৷ ছবির শুটিং শুরু হওয়ার কথা৷ তবে তার আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী৷‘অ্যালোন’ ছবির পরিচালক ভূষণ প্যাটেল এ ছবির চিত্রনাট্যকার। পরিচালনা করবেন বিক্রম ভাট। ছবির পুরোটাই শুট করা হবে লন্ডনে। গোড়ায় শোনা গিয়েছিল মে মাস থেকেই শুটিং শুরু হবে। তবে শেষমেশ জুনের গোড়া থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। শিডিউল ৪৫ দিনের। গোড়ায় যেভাবে গল্প ভাবা হয়েছিল পরে তা খানিকটা বদলানো হয়েছে। যোগ করা হয়েছে কিছু থ্রিলার এলিমেন্ট। বিপাশার অসুস্থতার জন্য কি তাহলে ছবির শুটিং পিছোবে৷ তা অবশ্য এখনই স্পষ্ট নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.