সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার শুরু করেছিলেন হাজারও ‘খোয়াইশে অ্য়ায়সি’ সিনেমা দিয়ে। স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার, বিদ্য়া বালান, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে। খ্য়াতির শিখরে ছিলেন। বৃহস্পতি ছিল মধ্য়গগনে। কিন্তু নিজের ভুলেই সব হারিয়েছেন। শাইনি আহুজা। নামটা প্রায় ভুলতে বসেছিল সিনে দুনিয়ার বাসিন্দারা। দর্শকের মন থেকেও মুছে যেতে বসেছিল নামটা। ফের সংবাদের শিরোনামে শাইনি আহুজা। শোনা যাচ্ছে, শাইনির জীবন কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক কুমার মঙ্গত। তৈরি করবেন বলিউড অভিনেতার বায়োপিক।
২০০৯ সালের জুন মাসের খবর প্রকাশ্য়ে আসে। শাইনি আহুজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁর পরিচারিকা। সেই সময় পরিচারিকার বয়স ছিল মাত্র ১৮। যৌন সংসর্গের কথা শাইনি স্বীকার করেছিলেন। তবে তাঁর দাবি ছিল, দুই পক্ষের সম্মতিতেই শারীরিক মিলন হয়েছিল। সেই সময় প্রথমে নিম্ন আদালতের বিচারক শাইনি আহুজাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে মামলা করেন শাইনি। সেখানে শুনানির পর শুনানি হয়। পরিচারিকার বিরুদ্ধে আদালতে শপথ নিয়েও মিথ্য়ে কথা বলার অভিযোগ ওঠে। শেষে শাইনির জামিনের আবেদন মঞ্জুর হয়। তবে হাজতবাস থেকে রক্ষা পেলেও বহুদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন শাইনি। শোনা যায়, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মনোবিদেরও সাহায্য নিতে হয়েছিল। পরে অবশ্য় বড়পর্দায় ফিরেছিলেন আনিস বাজমি মাল্টি স্টারার ছবি ওয়েলকাম ব্য়াক-এ গুরুত্বপূর্ণ ছবিতে ছিলেন শাইনি। তবে নিজের কলঙ্কের দাগ অভিনয়ের মাধ্য়মে মেটাতে পারেননি অভিনেতা। দর্শক খোলামনে অভিনেতা শাইনিকে গ্রহণ করেননি। বক্স অফিসে ভাল ব্য়বসাও করেনি জন আব্রাহাম, অনিল কাপুর, নানা পাটেকর, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবিটি।
যদিও বিষয়টি নিয়ে প্রযোজক কুমার মঙ্গতকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এমন কোনও সিনেমা তৈরির কথা উড়িয়ে দেন। তবে বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, শাইনির বায়োপিক তৈরি হচ্ছে। আর রাজকুমার হিরানি-র সঞ্জুর মতো শাইনির বায়োপিকে অভিনেতার ইমেজ শোধরানোর চেষ্টা করা হবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.