সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অনেকেই জানেন খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘বিগ বস ১২’৷ আবারও ‘দাবাং’ মুডেই দেখা যাবে প্রিয় ভাইজানকে৷ এমনই আশা অনুরাগীদের৷ কবে দেখতে পাবেন জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের প্রথম ঝলক তা নিয়ে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ৷ তবে এবার অপেক্ষার অবসান৷ প্রকাশ্যে এল ‘বিগ বস ১২’-র টিজার৷
[কার সঙ্গে ঘনিষ্ঠ হতে চান? উত্তরে এ কী বললেন পুনম!]
রবিবার ফেসবুকে এই টিজার প্রকাশ করেন কালার্স ইন্ডিয়ার সিইও রাজ নায়েক৷ ৩৭ সেকেণ্ডের টিজারে প্রত্যাশিতভাবেই নিজের ভেলকি দেখিয়েছেন সাল্লু ভাই৷ টিজারের মাধ্যমেই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে রিয়ালিটি শোয়ের এবারের থিমকে৷ অনেকেই জানে, এই মরশুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা৷ কিন্তু এই জুটি হবে অন্যান্যবারের তুলনায় অনেকটাই ‘হটকে’৷ নিজের পরিচিতদের নিয়ে ঘরে প্রবেশ করতে পারবে জুটিরা৷ তবে তাঁরা অবশ্যই প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী হবেন না৷ প্রথম ঝলকে এই সম্পূর্ণ কনসেপ্টকেই তুলে ধরেছেন সলমন খান৷ সঙ্গে যোগ করেছেন নিজস্ব স্টাইল৷ টিজারে দেখা যাচ্ছে, শিক্ষকের বেশে একটি ক্লাস রুমে প্রবেশ করেন সলমন৷ সেই ক্লাসে উপস্থিত বিভিন্ন পেশা ও স্বভাবের জুটিরা৷ তাঁদেরই ‘ক্লাস’ নেন ভাইজান৷ শেষে ‘জওয়ানি ফির না আয়ে’ গানের সিগনেচার নাচও করেন৷
[দিল্লিতে এক মঞ্চে ঋতুপর্ণা-কেজরিওয়াল, শুরু বাংলা সিনে উৎসব]
বর্তমানে ‘দশ কা দম’ বলে একটি রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছেন দাবাং খান৷ আগস্টের মাঝামাঝিতে সেই শোটি শেষ হওয়ার কথা৷ ফলে সব ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে ‘বিগ বস ১২’-র৷ শুধু প্রোমোই নয়, এবারের ‘বিগ বস’-এ রয়েছে আরও চমক৷ চর্চা চলছে, সানি লিওনের পর ফের এক পর্নস্টারকে দেখা যেতে পারে বিগ বস-এর ঘরে৷ আসতে পারেন শান্তি ডায়নামাইট। তালিকায় রয়েছে আরও অনেক চমক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.