Advertisement
Advertisement

Breaking News

যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’, নয়া চমক দেবেন সলমনও

এবারের শোয়ের ফরম্যাট শুনলে অবাক হবেন!

Bigg Boss 12: Katrina Kaif onboard with Salman Khan!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 8:46 pm
  • Updated:June 4, 2018 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে রিয়ালিটি শোয়ের বাজার নাকি কখনও মন্দা যায় না। ‘বিগ বস’-এর মতো শোয়ের ক্ষেত্রে তো একেবারেই যায় না। ঘরের অন্দরের কেচ্ছা সবসময় দর্শকদের পছন্দ হয়। দর্শকদের তাগিদেই ফিরছে জনপ্রিয় এই শো। শোনা যাচ্ছে, এবার আরও বোল্ড হতে চলেছে শোয়ের ফরম্যাট। কারণ এবারে বাস্তবের জুটিদেরই প্রতিযোগী হিসেবে দেখা যাবে। এদের মধ্যে সমকামী যুগলরাও থাকবেন। হ্যাঁ, সঞ্চালক হিসেবে সলমন খান অবশ্যই থাকছেন। কিন্তু সূত্রের খবর মানলে, এবার সেক্ষেত্রেও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। কারণ এই প্রথমবার টেলিভিশনে সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। সলমনের সহ-সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

‘বিগ বস’-এর অন্দরে সমকামী প্রতিযোগীদের আগেও দেখা গিয়েছে। ববি ডার্লিং, ভিজে অ্যান্ডি, রোহিত বর্মা, ইমাম সিদ্দিকিরা বেশ জনপ্রিয় হয়েছেন। কিন্তু এভাবে জুটি হিসেবে এর আগে দেখা যায়নি। এছাড়াও এবারে নাকি শোয়ে স্ট্রিপার, দেহ ব্যবসায়ী ও যৌনাসক্ত মানুষদের দেখা যাবে। ইতিমধ্যেই ‘বিগ বস’-এর অন্দরে তারকাদের পাশাপাশি সাধারণ মানুষদেরও দেখা গিয়েছে। বিতর্কের ভিত্তিতেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। এবারও অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

[অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বিপাশা, পিছিয়ে যাবে কামব্যাক ছবির শুটিং!]

‘বিগ বস’ মানেই বিতর্কের আঁতুরঘর। প্রতিযোগীদের অভব্যতায় সঞ্চালক সলমন খানকেও একাধিকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। এবার বিতর্কের এই মাপকাঠিকে অন্যমাত্রায় নিয়ে যেতে চাইছেন শোয়ের নির্মাতারা। আর সঞ্চালক সলমন খানের পাশে যদি তাঁর প্রিয় বান্ধবী ক্যাটরিনা কাইফকে দেখা যায়, তা দর্শকদের কাছে বাড়তি পাওনা হবে বলেই মনে করছেন অনেকে।

 

[দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement