Advertisement
Advertisement

Breaking News

Jasleen Matharu

অনুপ জালোটার সঙ্গে মেয়ের সম্পর্কের কথা জেনে কী প্রতিক্রিয়া বাবার?

অসম বয়সের প্রেমকাহিনি কিন্তু হটকেক!

Father shocked to know daughter Jasleen Matharu dating Anup Jalota
Published by: Sulaya Singha
  • Posted:September 18, 2018 8:11 pm
  • Updated:May 9, 2019 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই ‘বিগ বস’-এর ঘরে জাসলিনকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছেন অনুপ জালোটা৷ আর তারপর থেকে চর্চার কেন্দ্রে এই জুটিই৷ শো শুরু হতেই হাঁটুর বয়সি যুবতীর সঙ্গে ভজন গায়কের প্রেমকাহিনি জমে ক্ষীর৷ বিগ বসের ঘরে তো বটেই নেটদুনিয়াতেও চলছে দেদার মশকরা৷ দুনিয়া সমালোচনার ঝড় তুললেও মেয়ে জাসলিনের পাশেই দাঁড়ালেন বাবা৷

[নাটকীয়ভাবে মুক্তি পেল ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর লোগো]

একটি সংবাদমাধ্যমকে জাসলিনের বাবা কেসর মাথারা জানান, তাঁরাও গোটা ব্যাপারটায় অন্ধকারে ছিলেন৷ বিগ বস-এ চোখ রাখার পরই বিষয়টি জানতে পারেন৷ এবং জেনেই চমকে যান৷ তাঁর কাছে জাসলিন ও অনুপ জালোটার এমন ঘনিষ্ঠ সম্পর্ক একেবারেই অপ্রত্যাশিত, অবিশ্বাস্য৷ তা সত্ত্বেও মেয়ের পাশেই দাঁড়াচ্ছেন তিনি৷ কেসর মাথারার সাফ কথা, মেয়ে কোনও অপরাধ করেননি৷ তিনি বলেন, “শুধু আমি নই, গোটা পরিবারই এমন খবরে অবাক হয়েছে৷ কিন্তু যতক্ষণ না মেয়ের সঙ্গে মুখোমুখি দেখা হচ্ছে, ততক্ষণ ওর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ ও এখন বিগ বসের ঘরে৷ আমরা চাই ভালভাবে খেলে জিতে ফিরুক৷ শোয়ে আরও অনেক প্রতিযোগী রয়েছে যাঁরা অতীতে নানা বিতর্কে জড়িয়েছেন৷ আমার মেয়ে তো ভুল কিছু করেনি৷ তাই ওর পাশেই আছি৷ শুধু চাই বিগ বসে গিয়ে নিজের নাম উজ্জ্বল করুন৷”

Advertisement

বাবাকে পাশে পেলেও নেটিজেনদের কাছে কিন্তু এ প্রেমকাহিনি এক্কেবারে হটকেক৷ তাছাড় আয়োজকরাও বুঝে গিয়েছেন, শোয়ের টিআরপি এই গুরু-শিষ্যা জুটিই৷ তাই তাঁদেরকেই সামনে রেখে তৈরি হচ্ছে শোয়ের প্রোমো৷ তবে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে নিন্দামন্দে কান দিতে নারাজ কেসর মাথারা৷ বলছেন, তাঁর মেয়ে একজন ভাল গায়িকা৷ অনেক স্টেজ পারফর্ম করেছেন৷ তাই সস্তার জনপ্রিয়তা পাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁদের৷

[ক্যানসার সারিয়ে নয়া ইনিংস শুরু লিজার, জন্ম দিলেন যমজ সন্তানের]

বিগ বস হাউসে প্রবেশের দিনই অনুপ জালোটার সঙ্গে নিজের প্রেমের কথা তুলে ধরে জাসলিন জানিয়েছিলেন, তাঁরা গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন৷ তবে এমন কথা তাঁর অভিভাবকরা জানতে পারলে হতবাকই হবেন৷ হলও তাই৷ তবে মেয়ের সঙ্গে বাবার মুখোমুখি সাক্ষাতের দৃশ্যটা কেমন হবে, তা জানতে দর্শকদের আরেকটু অপেক্ষা করতেই হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement