Advertisement
Advertisement

Breaking News

ভবিষ্যতের ভূত

৫ এপ্রিল থেকে ফের শহরের প্রেক্ষাগৃহ কাঁপাবে ‘ভবিষ্যতের ভূত’

স্বস্তি নির্মাতাদের।

‘Bhobishyoter Bhoot’ to be screened on theaters on April 5
Published by: Bishakha Pal
  • Posted:March 29, 2019 4:21 pm
  • Updated:May 15, 2021 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেপ্রেমীদের জন্য সুখবর। শেষ পর্যন্ত সিনেমাহলগুলিতে আসছে ‘ভবিষ্যতের ভূত’। ৫ এপ্রিল থেকে কলকাতার মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনগুলিতে দেখা যাবে ছবিটি। ছবির প্রযোজকের তরফে একথা জানানো হয়েছে।

ছবির প্রযোজক বিলি চট্টোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত রাজ্যে মুক্তি পেতে চলেছে ‘ভবিষ্যতের ভূত’। সবাইকে সিনেমাটি দেখতে আসার আবেদন জানিয়েছেন তিনি। প্রথমদিন যাতে নির্বিঘ্নে ছবি দেখতে পায় দর্শক, তার জন্য কি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে? প্রযোজক জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বিষয়। তবে তাঁরা ঢাকঢোক পিটিয়ে ছবিটির নতুন করে মুক্তি পাওয়া উদযাপন করছেন না। খুব স্বাভাবিকভাবে, যেভাবে আর পাঁচটা ছবি মুক্তি পায়, সেভাবেই রি-রিলিজ করবে ‘ভবিষ্যতের ভূত’।

Advertisement

১৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘ভবিষ্যতের ভূত’ ছবিটি। কিন্তু তার পরের দিনই, ১৬ ফেব্রুয়ারি থেকেই বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শন। কেন, কী কারণে ছবিটি বন্ধ করে দেওয়া হয়, তা নিয়ে কোনও কথা কোথাও শোনা যায়নি। বলা হয়, উপরমহলের নির্দেশেই শহরের প্রায় সব সিঙ্গল স্ক্রিন আর মাল্টিপ্লেক্স থেকে তুলে নেওয়া হয় ‘ভবিষ্যতের ভূত’। অনুমান, ছবিটি পলিটিক্যাল স্যাটায়ার। সেই কারণেই বন্ধ করে দেওয়া হয় ছবির প্রদর্শন।

[ আরও পড়ুন: স্বপ্নে মোড়া বাস্তব আর ‘উড়োজাহাজ’, নতুন ছবির গল্প বুনলেন বুদ্ধদেব দাশগুপ্ত ]

কিন্তু রাজ্য সরকারের এই নির্দেশ মেনে নিতে পারেননি শিল্পীরা। ছবির প্রদর্শন ফের শুরু করার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। প্রদর্শন বন্ধ হওয়ার পরের দিন মেট্রো চ্যানেলে প্রতিবাদে শামিল হন পরিচালক অনীক দত্ত। তাঁর সঙ্গে ছিলেন ছবির অনেক কলাকুশলী। পরিচালক সরাসরি বলেন, ছবিটি দর্শকরা দেখবে। তার জন্য প্রয়োজন হলে পাড়ায় পাড়ায় হবে স্ক্রিনিং। এরপর মধুসূদন মঞ্চ থেকে প্রতিবাদ মিছিল করেন শিল্পীরা। সেখানে জমায়েত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কল্যাণ রায়, বিকাশ ভট্টাচার্য, সমীর আইচ, সোহাগ সেনের মতো শিল্পীরা।

জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই নিয়ে রাজ্য সরকারকে নোটিস দেয় আদালত। তাতে স্পষ্ট জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ছবিটির প্রদর্শন ফের শুরু করতে হবে। কোনও ছবি সিনেমাহলে মুক্তি পাওয়ার পর তা কোনওভাবেই বন্ধ করা যায় না। এর জন্য মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে এর জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়, তারা ছবিটির প্রদর্শনের জন্য যেন সহায়তা করেন। এর প্রেক্ষিতেই বুধবার রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, হলগুলিতে ফের চলবে ‘ভবিষ্যতের ভূত’। হলগুলিতে যাতে কোনওরকম সমস্যা না হয় তাই স্থানীয় থানার তরফে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।

[ আরও পড়ুন: ‘মোদি ভাল’, কংগ্রেসে যোগ দিয়ে বিস্ফোরক অভিনেত্রী উর্মিলা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement