Advertisement
Advertisement

বিতর্কিত বিজ্ঞাপনের জেরে আবারও বিপাকে বিগ বি

জানেন, কোন বিজ্ঞাপন?

Bar Council of Delhi issued legal notice to Amitabh Bachchan
Published by: Sayani Sen
  • Posted:November 2, 2018 3:52 pm
  • Updated:November 2, 2018 3:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপন করে আবারও বিপাকে বলিউড শাহেনশা৷ তাঁর বিরুদ্ধে আইনি নোটিস জারি করল দিল্লি বার কাউন্সিল৷ একটি মশলা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে আইনজীবীর পোশাকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে৷ বিনা অনুমতিতেই এমন বিজ্ঞাপন তৈরির সিদ্ধান্তের বিরোধিতা করেই আইনি নোটিস পাঠায় দিল্লি বার কাউন্সিল৷

[চাপের মুখে নতি স্বীকার, সম্প্রচার বন্ধ হচ্ছে বচ্চনের বিতর্কিত বিজ্ঞাপনের]

সম্প্রতি ওই মশলা প্রস্তুতকারক সংস্থার একটি বিজ্ঞাপন ইউটিউবে ছড়িয়ে পড়ে৷ ওই বিজ্ঞাপনে শুটিংয়ের আগের দৃশ্যকে তুলে ধরা হয়েছে৷ দেখা যাচ্ছে, ড্রেসিং রুমে আইনজীবীর পোশাক পরে বসে রয়েছেন বিগ বি৷ একজন পুলিশকর্মী ও একজন বন্দি পাওভাজি খাওয়াচ্ছেন অমিতাভকে৷ সেই খাবার খাচ্ছেন তিনি৷ এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তুলেছে দিল্লি বার কাউন্সিল৷

Advertisement

[আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ৫টি বাংলা ছবি]

তাদের দাবি, বিনা অনুমতিতেই একজন আইনজীবী সাজিয়ে এই বিজ্ঞাপনটি তৈরি করেছে ওই মশলা প্রস্তুতকারক সংস্থা৷ ইউটিউব, বিভিন্ন চ্যানেল থেকে ওই বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বার কাউন্সিল৷ এই সংক্রান্ত একটি আইনি নোটিস ইতিমধ্যেই অমিতাভ বচ্চনের কাছে পাঠিয়েছে ওই মশলা প্রস্তুতকারক সংস্থা৷ আগামী দশদিনের মধ্যে বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ না হলে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন দিল্লি বার কাউন্সিল৷

[ক্যানসারকে দূরে সরিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন সোনালি বেন্দ্রে]

এর আগে একটি গয়না প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন করেও সমস্যায় পড়েছিলেন অমিতাভ বচ্চন৷ প্রায় দু’মিনিটের ওই বিজ্ঞাপনে উঠে এসেছিল ব্যাংকের অসহযোগিতার ছবি৷ মেয়ে শ্বেতা এবং বাবা অমিতাভের অভিনয়ে বেশ সাড়া ফেলেছিল বিজ্ঞাপনটি৷ দেখা গিয়েছিল, বাস্তবের বাবা ও মেয়ে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন বাবা, মেয়ের চরিত্রেই। বিগ বি কে দেখা গিয়েছিল এক বৃদ্ধের ভূমিকায়। তাঁর ব্যাংক অ্যাকাউন্টে আসা অতিরিক্ত পেনশন জমা দিতে গিয়ে মেয়ের হাত ধরে ব্যাংকে গিয়েছিলেন তিনি। এরপর তাঁদের এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। উঠে এসেছে ব্যাংকের তরফে কোনও সহযোগিতা না করার ছবি। অভিযোগ উঠেছিল, এই বিজ্ঞাপনে মাধ্যমে ব্যাংক কর্মীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে৷ তাই প্রায় বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল বিজ্ঞাপনটি৷ ম্যাগি নুডুলসের খাদ্যগুণ নিয়ে প্রশ্ন ওঠার পর আরও একবার সমস্যায় পড়েছিলেন বিগ বি৷ ম্যাগির নামে মিথ্যা প্রচার করছেন বলেও অভিযোগ উঠেছিল বলি তারকার বিরুদ্ধে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement