সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের সবচেয়ে প্রতিক্ষিত ছবি৷ শুধু সম্পূর্ণ ছায়াছবি নয়, তার প্রথম ঝলক দেখার জন্যও দর্শকদের আগ্রহ তুঙ্গে৷ আশা করা হয়েছিল, বোধহয় ‘রইস’ শাহরুখের হাত ধরেই দর্শকরা দেখতে পাবেন ‘বাহুবলী: দ্য কনক্ল্যুসন’-এর সেই ঝলক৷ কিন্তু সেই আশা পূরণ হল না৷ তবে সাধারণতন্ত্র দিবসে কিছুটা হলেও দর্শকদের এই আক্ষেপ মেটালেন পরিচালক রাজামৌলি৷ প্রকাশ্যে আনলেন ‘বাহুবলী: দ্য কনক্ল্যুসন’-এর এই নতুন পোস্টার৷
ঠান্ডা লড়াই অব্যাহত, কাবিল হৃতিকের টুইটের খোঁচা রইস শাহরুখকে
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’৷ প্রভাসের এই ছবি দাক্ষিণাত্য চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ছবি হিসেবে ৬৫০ কোটি টাকার ব্যবসা করে সেই বছর৷ সেখানে বিশাল ক্যানভ্যাসে প্রভাস ও তামান্নার প্রেম কাহিনি ফুটিয়ে তুলেছিলেন রাজামৌলি৷ আর গ্ল্যামারকে পিছনে ফেলে অনুষ্কা শেট্টি ছিলেন প্রভাসের মায়ের ভূমিকায়৷ নতুন এই পোস্টারের স্বমহিমায় ফিরে এসেছেন নায়িকা৷ প্রভাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে দিয়েছেন ছবির গ্ল্যামার কোশেন্ট৷ সেই সঙ্গে বাড়িয়ে দিলেন দর্শকদের প্রত্যাশাও৷
জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.