সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের ‘সুলতান’ এবং আমির খানের ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পরই বক্স-অফিসে ইতিহাস তৈরি করেছিল। এবার সবকিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেল এসএস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। শুক্রবারই চারটি ভাষায় মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই ছবি। আর প্রথম দিনই রেকর্ড অঙ্কের ব্যবসা করে সিনে জগৎকে তাক লাগিয়ে দিয়েছে বাহুবলীর সিক্যুয়েল। অবিশ্বাস্য, অভাবনীয় এবং অভূতপূর্ব, বাহুবলী ২-র প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে ছবির বিশ্লেষকদের মুখে এসব শব্দই শোনা যাচ্ছে।
আন্দাজ করতে পারেন প্রভাস অভিনীত বাহুবলী ২-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত? ১০০ কোটিরও বেশি টাকা। জানা যাচ্ছে, সারা ভারত মিলিয়ে মোট ১৪১ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। কেরলের প্রায় ৩০০টি থিয়েটারে মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিন ভোর সাড়ে ৫টা থেকে কাউন্টারের জন্য লম্বা লাইন দিয়ে অপেক্ষায় ছিলেন দর্শকরা। টিকিটের হাহাকার ছিল সর্বত্রই। তবে দিনের শেষে ব্যবসার অঙ্ক দেখেই স্পষ্ট, টিকিটের আকাল কেন পড়েছিল।
#Baahubali2 Day 1 All-India Box office Gross:
AP/TG – 58 Cr
Hindi – 50 Cr
KA – 19.5 Cr
TN – 11 Cr
KE – 5.5 Cr
Total – 144 Cr
— Ramesh Bala (@rameshlaus) April 29, 2017
কাটাপ্পা বাহুবলীকে কেন হত্যা করেছিল? দীর্ঘ দেড় বছর ধরে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন কৌতূহলী দর্শকরা। তাই ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই হলমুখী হয়েছেন তাঁরা। তাছাড়া বৃহস্পতিবার থেকেই ছবির রিভিউ বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ পেতে শুরু করে। বাকিদের থেকে শোনার আগেই স্বচক্ষে সেই বিখ্যাত দৃশ্যের সাক্ষী হয়ে চেয়েছিলেন সিনেপ্রেমীরা। আর তাই হলের সামনে উপচে পড়েছে ভিড়। কেরলের বিভিন্ন হলের বাইরে আবার অভিনেতা প্রভাসের ছবিকে দুধ দিয়ে স্নান করানো হয়। সলমন-আমিরের ছবিকেও মাত দিয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন।’ ‘সুলতান’-এর প্রথম দিনের কালেকশন ছিল ৩৬.৫৪ কোটি এবং আমিরের দঙ্গল ব্যবসা করেছিল ২৯.৭৮ কোটি টাকার।
২০১৫ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘বাহুবলী: দ্য বিগিনিং’ বক্স অফিসে ৬০০ কোটিরও বেশি অর্থের ব্যবসা করেছিল। বিশেষজ্ঞদের আশা, ২০০ কোটি ব্যয়ের ছবিটি ১০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে নয়া ইতিহাস গড়বে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.