সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ব্যাপারটা বেশ ভজঘট হয়ে যাচ্ছে, তাই না?
কী আর করা! দোষটা বোধহয় পরিচালক রাজামৌলির একার নয়! একের পর এক মুশকিলে পড়ছে তাঁর নতুন ছবি ‘বাহুবলী দ্য কনক্লুশন’। প্রথমে পশু নিয়ে শুটিংয়ের জেরে ‘পেটা’র বিক্ষোভের মুখে পড়লেন পরিচালক। সে সব সামলাতে না সামলাতে গ্রেফতার হলেন ছবির প্রযোজক! তাঁর বাড়ি থেকে পাওয়া গেল রাশি রাশি কালো টাকা! আর এবার কী এমন হল, যার জেরে নির্দিষ্ট তারিখের আগেই ছবি মুক্তির কথা ভাবছেন পরিচালক?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে ‘বাহুবলী ২’-এর শেষ দৃশ্য। যে দৃশ্যে লুকিয়ে রয়েছে সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর- কেন কাটাপ্পা বাহুবলীকে মারলেন! সেই ফাঁস হয়ে যাওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দেবসেনা মানে অনুষ্কা শেঠির সঙ্গে যুদ্ধ চলছে বাহুবলী ওরফে প্রভাসের। সেই ফুটেজ ফাঁস হয়ে যাওয়াতেই একরাশ মনখারাপ নিয়ে নড়েচড়ে বসেছেন পরিচালক। ভেবেছেন, সব যখন জানাজানি হয়েই গিয়েছে, তখন আর রহস্য জিইয়ে রেখে লাভ কী!
তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ২০১৭-র ২৮ এপ্রিল তারিখের আগেই ছবি মুক্তির! দেখা যাক, সত্যিই তা তিনি করেন কি না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.