Advertisement
Advertisement

Breaking News

এপ্রিলেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’

প্রতীক্ষার অবসান।

Baahubali 2 set to release in April
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 6:10 am
  • Updated:August 17, 2021 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’। প্রযোজক সূত্রে খবর, এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাচ্ছে এপিক ব্লকবাস্টার বাহুবলীর সিক্যুয়েল। ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে ১৬ মার্চ।

(পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও)

কিছুদিন আগে ছবির মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল প্রযোজনা সংস্থা। তখন থেকেই ছবি ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। এবার ছবির প্রমোশনাল পোস্টারও রিলিজ করেছে। এই পোস্টারে দেখা যাচ্ছে, ছবির অন্যতম চরিত্র কাটাপ্পা শিশু বাহুবলীকে হাতে ধরে আছে। কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল, সেই প্রশ্নের উত্তর হিসাবে কাটাপ্পার ছবি দিয়ে পোস্টার বানানোর কথা ভেবেছেন পরিচালক রাজামৌলি। কাট্টাপ্পার চরিত্রে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা সত্যরাজের এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে তুলেছে। বাহুবলীর সিক্যুয়েলে প্রভাস এবং অনুষ্কা শেট্টির প্রেমকে ফুটিয়ে তোলা হবে। অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রথমভাগের মতো এই ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তেলুগু, তামিল ছাড়াও হিন্দি এবং অন্যান্য ভাষাতেও ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’ মুক্তি পাচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

(হোলির আগে ভক্তদের জন্য প্রায় নগ্ন ভিডিও পোস্ট করলেন পুনম)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement