Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে ‘বাঘি ২’-র ট্রেলার, টাইগার শ্রফের এমন মারকাটারি অ্যাকশন আগে দেখেছেন?

জানেন, কাকে নিজের অ্যাকশন গুরু মানেন টাইগার?

Baaghi 2 trailer released, Tiger Shroff looks more angry
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2018 5:02 pm
  • Updated:February 21, 2018 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ‘বাঘি ২’। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে ছবির ট্রেলার-সহ সেই বার্তাই দিলেন টাইগার শ্রফ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই আমি সিলভেস্টার স্ট্যালোনের বিরাট বড় ভক্ত। তাই অ্যাকশন আমার রক্তে মিশে আছে। সেই জন্যই ‘বাঘি ২’-তে আমার অ্যাকশনগুলো দেখলে আপনার হলিউড মুভি ‘ব়্যাম্বো’-র কথা মনে হলেও হতে পারে।’ আসুন দেখে নেওয়া যাক সেই ছবির ট্রেলার।

 

Advertisement

[সাদা-কালো সেলফিতেই বাজিমাত, iPhone X-এর বিজ্ঞাপনের মুখ হলেন রহমান]

২০১৪ সালে ‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে শুরু হয়েছিল তাঁর যাত্রা। তারপর ২০১৬ সালে তিনি প্রবল জনপ্রিয়তা লাভ করেন ‘বাঘি’ ছবিটির হাত ধরে। তিনি বলিউড খ্যাত জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফ। অনেক তারকার ছেলে মেয়েরাই তাঁদের বাবা-মাকে দেখে উদ্বুদ্ধ হয়ে বলিউডে এসেছেন, আর তাঁদের মধ্যে টাইগারও একজন। তবে ইন্ডাস্ট্রিতে আসার পর বাবার দেখানো পথে না চলে সম্পূর্ণ অন্য পথে হেঁটেছেন তিনি। আর তাই তাঁকে অন্যান্যদের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এবং আজও হচ্ছে। অনেকেই তাঁকে কেমন দেখতে সেই নিয়ে কটাক্ষ করেছেন, কেউ কেউ আবার তাঁর অভিনয় প্রতিভা নিয়েও সন্দেহ তুলেছেন। কিন্তু তবু তিনি নিজের মনোবল ভেঙে যেতে দেননি। আর সেই জন্যই ‘বাঘি’-র সাফল্যের পর আজ জানিয়ে দিলেন আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ‘বাঘি ২’। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির ফার্স্ট লুক। তারপর এদিন মুক্তি পেল ছবির ট্রেলার।

 

‘বাঘি ২’ এখনও মুক্তি পায়নি। কিন্তু তার আগেই ছবির পরিচালক জানিয়ে দিলেন, ‘‘বাঘি’-র জনপ্রিয়তা দেখে আমরা ঠিক করে নিয়েছি ‘বাঘি ৩’-এর কাজে আমরা খুব তাড়াতাড়ি হাত দেব। এখন অবশ্য আমাদের মূল লক্ষ ‘বাঘি ২’-কে সকলের কাছে পৌঁছে দেওয়া। আশা করি, ‘বাঘি’-র মতো ‘বাঘি ২’-ও আপনার ভাল লাগবে।’

[জয়পুরের রাস্তায় পাঁপড় বেচলেন হৃতিক, চিনতেই পারল না আম জনতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement