আপাতত স্টেজ ০-তে রয়েছেন তাহিরা। নিজেই সোশাল সাইটে জানিয়েছেন এই খবর। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিটি হাসপাতালের। তার কমেন্টে নিজের বক্তব্য লিখেছেন তাহিরা।
তবে এই ক্যানসারের জন্য কিন্তু একটুও ভেঙে পড়েননি তাহিরা। নেতিবাচক হতে চান না তিনি। পজিটিভ ভাবতে চান। নিজেকে অ্যাঞ্জেলিনা জোলির অর্ধেক ভারতীয় ভার্সন বলে মন্তব্য করেছেন তাহিরা। এটি তাঁকে অন্যভাবে বাঁচতে শিখিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এও বলেছেন, এমন কোনও কাজ নেই যা মানুষ নিজের ইচ্ছাশক্তির সাহায্যে করতে পারে না। সেই সঙ্গে মহিলাদের সতর্কও করেছেন তাহিরা। বলেছেন, তাঁর এখন বয়স মাত্র ৩৫ বছর। ইতিমধ্যেই তাঁর দু’বার ম্যামোগ্রাম হয়ে গিয়েছে। এরপর যদি কোনও লক্ষণ দেখা যায়, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নিজেকে ডাক্তারি পরীক্ষার মধ্যে রাখতে হবে।
স্ত্রীয়ের এমন সাহসিকতার তারিফ করেছেন আয়ুষ্মান খুরানাও। স্ত্রীকে তিনি ‘যোদ্ধা রাজকুমারী’ বলেছেন।