Advertisement
Advertisement
actress

‘ছোট পোশাক পরে পার্কে শরীরচর্চা’, অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

বেঙ্গালুরুতে নীতি পুলিশগিরির অভিযোগ!

Assaulted For Wearing Sports Bra In Bengaluru Park, Says Actor
Published by: Paramita Paul
  • Posted:September 6, 2020 10:50 am
  • Updated:September 6, 2020 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বেঙ্গালুরুতে (Bengaluru) নীতি পুলিশগিরির অভিযোগ! স্পোর্টস ব্রা পরে পার্কে শরীরচর্চা করায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় কংগ্রেস নেত্রী  ও তাঁর দলবল। প্রতিবাদ করায় অভিনেত্রী সংযুক্তা হেগড়ের এক বন্ধুকে মারধর করা হয় বলেও অভিযোগ।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সংযুক্তা হেগড়ে (Samyuktha Hegde)। রোডিজ, স্প্লিটসভিলা, কন্নড় বিগবসে নজর কেড়েছেন তিনি। কন্নড় সিনেমাতেও অভিনয় করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর আগারা লেকে শরীরচর্চা করছিলেন তিনি। পরনে ছিল স্পোর্টস ব্রা। সেই পোশাক নিয়েই কংগ্রেস নেত্রী আপত্তি জানান বলে অভিযোগ সংযুক্তার। নিজের ইনস্টাগ্রামে গোটা ঘটনার লাইভ স্ট্রিমিং করেছিলেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, “আগারা লেকে আমাদের হেনস্থা ও মারধর করেছেন কবিতা রেড্ডি। এই ঘটনার অনেক সাক্ষী ছিল। অনেক ভিডিও রয়েছে। তাই আমি বেঙ্গালুরু পুলিশকে এই ঘটনায় নজর দেওয়ার আবেদন করছি।” ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি সংযুক্তার বন্ধুর দিকে তেড়ে যাচ্ছেন। সংযুক্তার অভিযোগ, “পার্কে আমরা তিনজন শরীরচর্চা করছিলাম। এমন সময় হঠাৎই কবিতা রেড্ডি এসে বলতে থাকেন আমাদের পোশাক খারাপ। শরীরচর্চার জায়গায় নাকি আমরা ক্যাবারে করছি।” এমনকী, পুলিশও নাকি কবিতা রেড্ডির সঙ্গে কথা বলে তাঁদেরই পার্ক থেকে বেরিয়ে যেতে বলেন বলে দাবি অভিনেত্রীর। পার্কে উপস্থিত বাকিদের বিরুদ্ধেও তিনি নীতি পুলিশগিরির অভিযোগ এনেছেন।

Advertisement

[আরও পড়ুন ; অভিনন্দন! মধ্যবিত্ত পরিবারকে ভেঙেচুরে দিচ্ছেন’, সুশান্ত মামলায় প্রতিক্রিয়া রিয়ার বাবার]

তবে এই অভিযেগ উড়িয়ে দিয়েছেন কবিতা রেড্ডি। তাঁর পালটা দাবি, “পার্কে জোরে মিউজিক চালিয়ে সংযুক্তা ও তাঁর বন্ধুরা নাচছিলেন। তাঁদের থামতে বললে রক্ষীকে হেনস্থা করা হয়। তাই আমি তাঁদের ক্ষমা চাইতে বলেছিলাম।” কংগ্রেস নেত্রীর আরও অভিযোগ, “ওঁদের ছবি তোলায় একজন আমাকে গালিগালাজ করে। তখনই আমি প্রতিবাদ করি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement