Advertisement
Advertisement

Breaking News

নতুন গানে এভাবেই ধরা দিলেন ‘বেগম জান’ বিদ্যা

মুক্তি পাওয়া গানের সেই ভিডিওটি দেখে নিন।

Asha Bhonsle's heart stirring voice in Begum Jaan  mesmerises audience
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 24, 2017 12:15 pm
  • Updated:May 30, 2023 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি ‘বেগম জান’। দেশভাগের প্রেক্ষাপটে এক বেশ্যাবাড়ির অন্দরমহলের গোপন কথা ফুটিয়ে তোলা হচ্ছে ছবিতে। যার মালকিন বিদ্যা বালান। এবার মুক্তি পেল ছবির গান।

অনেক দিন পর ফের প্লে-ব্যাকে কিংবদন্তি আশা ভোসলে সিনেপ্রেমীদের মন ভরিয়ে দিলেন। সঙ্গীত পরিচালক অনু মালিকের সুর দেওয়া ‘প্রেম মে তোহরে’তে ধরা দিল নিষিদ্ধপল্লির বাসিন্দাদের না পাওয়ার নানা কাহিনী। গানের ভিডিও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।

Advertisement

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

বাংলার বক্স অফিসের সফল ছবি ‘রাজকাহিনী’ অবলম্বনেই তৈরি হয়েছে ‘বেগম জান’। যেখানে প্রথমবার বারবণিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালানকে। কাহিনি একই। শুধু বদলে গিয়েছে প্রেক্ষাপট। ভারত-বাংলাদেশ সীমান্তের বদলে এখানে উঠে এসেছে পাঞ্জাব সীমান্ত। তাতে খুঁটিনাটি অনেক কিছু বদলেছে। কিন্তু এ কাহিনির মূল বাঁধা আছে নারীশক্তির অদম্য লড়াইয়ে। এক রুপোজীবিনী ও তাঁর সঙ্গীদের জীবন সংগ্রাম, অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্য দিয়েই ধরা দিয়েছে স্বাধীনতার এক অন্য অর্থ। বাংলায় বিদ্যার চরিত্রেই বাজিমাত করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে ট্রেলারেই ‘বেগম জান’ বিদ্যা প্রশংসা কুড়িয়ে নিয়েছেন সকলের। ১৪ এপ্রিল ছবি মুক্তির পরই বোঝা যাবে হিন্দি সিনেমা জগতে কতটা ছাপ ফেললেন সৃজিত মুখোপাধ্যায়। আপাতত মুক্তি পাওয়া গানের সেই ভিডিওটি দেখে নিন।

[সেটে এলেন না সুনীল, কান্নায় ভেঙে পড়লেন কপিল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement