Advertisement
Advertisement

আম্মার শোকে কী ছাড়লেন রজনীকান্ত?

জানলে চমকে যাবেন।

As mark of respect to Amma, Rajinikanth asks fans not to celebrate his birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 10, 2016 3:42 pm
  • Updated:December 10, 2016 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার শোকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের উদযাপন থেকে নিজেকে বঞ্চিত রাখতে চান দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। আম্মার শোকে এই বছর নিজের জন্মদিন উৎযাপন করতে চান না তিনি। আর তাই নিজের ভক্তদের কাছে এই দিনটিতে উদযাপন না করার আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আগামী ১২ ডিসেম্বর তালাইভার জন্মদিন। এই দিনটিতে তাঁর ভক্তরা রীতিমতো উৎসব পালন করেন তামিলনাড়ুতে। রাস্তায় রাস্তায় রজনীর পোস্টার এবং ব্যানার লাগানো হয়। সেখানকার মানুষ রীতিমতো উদযাপন করেন এই বিশেষ দিনটিতে।

Advertisement

কিন্তু আম্মার মৃত্যুতে শোকাহত রজনী এই বছর জন্মদিন উদযাপন করতে চান না। আর তাই ভক্তদেরও এই দিনে বিশেষ কোনও আয়োজন না করার আর্জি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ঠিক এই সময়ই তামিলনাড়ুতে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময়ও বন্যা বিধ্বস্তদের কথা মাথায় রেখেই নিজের জন্মদিন পালন থেকে বিরত থেকেছিলেন তালাইভা। এই বছরও আম্মার শোকে একই পথে হাঁটলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement