Advertisement
Advertisement

Breaking News

জন্মদিনে ছেলের থেকেই সেরা উপহার পেলেন শাহরুখ!

কী সেই উপহার?

Aryan Khan has a special gift for father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 2:21 pm
  • Updated:November 2, 2016 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে বড় হয়ে গিয়েছে৷ লেখাপড়ার জন্য বিদেশে থাকেন৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখ তনয় আরিয়ান খানের জীবনযাপনও পাল্টে গিয়েছে৷ এবছর দিওয়ালিতে থাকতে পারেননি পরিবারের সঙ্গে৷ বদলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে হ্যালুইন পার্টি করেছেন৷ কিন্তু আজকের দিনটা তো দিওয়ালির থেকেও খানিক বেশি স্পেশাল৷ বুধবার ২ নভেম্বর তাঁর বাবা শাহরুখ খানের জন্মদিন৷ এদিনটা যে কোনও সিনেপ্রেমীর কাছেই খুব স্পেশাল৷ সকাল থেকেই তাই ‘জবরা ফ্যান’দের ভিড় মন্নতের সামনে৷

কিন্তু বাবার জন্মদিনের সেরা উপহারটা মনে হয় ছেলে আরিয়ানই দিলেন৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর এক বার্তায় নিজের জীবনে বাবা শাহরুখ খানের কথা বললেন তিনি৷ এসআরকের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন আরিয়ান৷ লিখেছেন, “উনি শিশুদের মতো খেলতে পারেন৷ প্রয়োজন পড়লে বন্ধুর মতো উপদেশ দিতে পারেন৷ আবার বিপদে পড়লে রক্ষীর মতো আগলে রাখতে পারেন৷ শুভ জন্মদিন৷ ভালবাসা৷”

Advertisement

dc-cover-0e9sjc8pgnp1k2n7343064tn06-20161102104400-medi

সন্তানের এমন উপহার কোন বাবার না মন ভাল করে দিতে পারে? শাহরুখও যে আরিয়ানের এই বার্তায় খুশি হবেন তা সহজেই অনুমেয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement