Advertisement
Advertisement

সম্প্রীতি রক্ষার দায়িত্ব শিল্পীদের হাতে, বার্তা মমতার

'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হয় প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে।

Artists have moral responsibility to uphold communal harmony: Mamata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 10:55 am
  • Updated:June 22, 2022 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাম্প্রদায়িক দাঙ্গাকে প্রশ্রয় না দিয়ে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার সম্প্রীতির বার্তা দিলেন তিনি। এবার মহানায়ক পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে। সোমবার ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবসে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের হাতে তুলে দেন মহানায়ক পুরস্কার। এবার সেই পুরস্কারের মঞ্চে দাঁড়িয়েই মমতা বললেন, ‘শিল্পীরাই সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতির ধারক বাহক। শিল্পীরা আমাদের গর্ব। যতদিন পশ্চিমবাংলায় শিল্পীরা থাকবেন ততদিন এই বাংলার সম্প্রীতিকে কেউ ছুঁতে পারবে না।’

[মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ ২ সন্দেহভাজন আটক]

Advertisement

তবে শুধু সম্প্রীতির বার্তাই নয়। টলিউডের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর বার্তা, টলিউডে অনেক মেধা রয়েছে আর মেধা দিয়েই যেকোনও ক্ষেত্রে জয়লাভ করা যায়। তাই টলিউডকে আর টলিউডে সীমাবন্ধ থাকলে চলবে না, তার শাখা বিস্তার করতে হবে বলিউডে এবং হলিউডেও। তিনি আরও জানান, আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যেই তৈরি হবে ১৩৫ কোটি টাকা বাজেটের নতুন টেলিফিল্ম সিটি। এছাড়াও আরও ফিস্ম স্টুডিও তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সিনেমা সেন্টেনারি বিল্ডিংয়ে তৈরি হবে স্পেশাল লাইব্রেরি, থাকছে আর্কাইভও। পুরোনো সিনেমা থেকে নতুন সিনেমা, সত্যজিত রায়, তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ বিশিষ্ট পরিচালকদের বিখ্যাত ছবিগুলি সংরক্ষণের জন্য সমস্ত ছবি ডিজিটালাইজড করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রতিবছর রাজ্যের প্রায় ৮২ হাজার শিল্পীকে সরকারিভাবে সাহায্য করা হয়ে থাকে, এবার সেই তালিকায় যুক্ত করা হয়েছে আরও এক লক্ষ শিল্পীর নাম।

[‘উত্তমজেঠুর মতো কেউ আগামী ১৩৭ বছরেও আসবে না’]

প্রত্যেকবারই টলিউডের এক অভিনেতা বা অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয় মহানায়ক পুরস্কার। এবছর সেই মহানায়ক সম্মানে সম্মানিত করা হয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। এছাড়াও এই বছর থেকে শুরু করা হয় বেশ কয়েকটি নতুন পুরস্কার। এই দিন কয়েকটি বিভাগে বছরের সেরা কয়েকজন শিল্পীকে রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হয়। এক নজরে দেখে নেওয়া যাক, কারা হলেন সেরার সেরা-

বর্ষসেরা পরিচালক- অরিন্দম শীল

বর্ষসেরা অভিনেতা- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বর্ষসেরা অভিনেত্রী- নুসরত

বর্ষসেরা প্রযোজক- উইন্ডোজ

বর্ষসেরা সংগীত পরিচালক- বিক্রম ঘোষ

বর্ষসেরা চিত্রগ্রাহক- সৌমিক হালদার

বর্ষসেরা চিত্রনাট্যকার- পদ্মনাভ দাশগুপ্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement