সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার টলিগঞ্জের এক পরিচালক পাড়ি জমাতে চলেছেন বলিউডে। সৃজিত মুখোপাধ্যায়ের পর এবার অরিন্দম শীল পরিচালনা করতে চলেছেন হিন্দি ছবি। তবে সেটি নতুন কোনও ছবি নয়। বাংলা ছবি ‘ধনঞ্জয়’, হিন্দিতে রিমেক করতে চলেছেন পরিচালক।
শোনা যাচ্ছে পুজোর পরই নাকি ‘ধনঞ্জয়’-এর রিমেক শুরু করবেন অরিন্দম। তবে পরিচালক এ নিয়ে এখনও কিছু বলেননি। তিনি শুধু এটুকু জানিয়েছেন, তিনি ‘ধনঞ্জয়’ হিন্দি ভার্সনে বানাতে চলেছেন। তবে ছবিতে একটি আলাদা মাত্রা থাকবে।
[ এফআইআরে নেই নানার নাম, তনুশ্রীকে বোকা বানাল পুলিশ ]
‘ধনঞ্জয়’ ছবিটি বাংলায় মুক্তি পেয়েছিল ২০১৭ সালের আগস্ট মাসে। হেতাল পারেখের হত্যা মামলা অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য। আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন মিমি। ধনঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনির্বাণ। হেতাল পারেখের খুনী হিসেবে অভিযুক্ত হয়েছিল ধনঞ্জয়। বিতর্ক উঠেছিল হেতালের খুন করেনি সে, তাকে ফাঁসানো হয়েছিল। অভিযুক্তের সেই লড়াইয়ের গল্পই উঠে এসেছিল ছবিতে।
পুজোয় মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ছবি ‘ব্যোমকেশ গোত্র’। তা নিয়ে এখন জোরকদমে চলছে প্রচারের কাজ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ‘রক্তের দাগ’ কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এই ছবি দিয়ে প্রথম অরিন্দমের পরিচালনায় অজিতের ভূমিকায় আত্মপ্রকাশ হতে চলেছে রাহুলের। ব্যোমকেশের ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়ই। সত্যবতীর ভূমিকারও কোনও বদল ঘটছে না। বহাল থাকছেন সোহিনী। সত্যকামের ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ছবির একটি বড়সড় পাওয়া হতে চলেছেন অর্জুন। এছাড়া ছবিতে অভিনয় করছেন অনিন্দিতা বোস, ইন্দ্রাশিস রায় ও অরিন্দম শীল নিজে। এবছর পুজোয় মুক্তি পাবে ‘ব্যোমকেশ গোত্র’।
[ রুক্মিণীর সঙ্গে নয়, এবারের পুজো এভাবেই কাটাবেন দেব ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.