Advertisement
Advertisement

Breaking News

অপমানিত ‘সুলতান’ সলমন! ছবিতে থাকবে তো অরিজিতের গান?

সলমনের কাছে আক্ষরিক অর্থেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং৷

arijit-singhs-public-apology-to-salman-khan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 11:24 am
  • Updated:May 25, 2016 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রেওয়াজি গলার উদাস সুরে সারা দেশ মজেছে৷ তাঁর গানই তাঁকে সব প্রজন্মের কাছে নয়া ‘আশিকি’ করে তুলেছে৷ কিং খানের লিপে ‘গেরুয়া’ গেয়ে তো ঢেউ তুলে দিয়েছেন৷ কিন্তু ‘সুলতান’ সলমনের সঙ্গে অরিজিৎ সিংয়ের জুড়িটা বোধহয় যুতসই হল না৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের একটি পোস্ট সে ইঙ্গিতই দিচ্ছে ৷

সুলতান ছবিতে ছিল অরিজিতের গান৷ সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকাই গোল বাধে৷ বলিঅন্দরের খবর, অরিজিতের ব্যবহারে অপমানিত বোধ করেন সলমন খান৷ এক অ্যাওয়ার্ড সেরিমোনি থেকে সমস্যার সূত্রপাত৷ এতটাই ক্ষুব্ধ হন সলমন যে, ছবি থেকে অরিজিতের গান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ গায়কের ফেসবুক পোস্টে পরিষ্কার, কোথাও একটা বড়সড় গোলমাল বেধেছে৷ কেননা সলমনের কাছে আক্ষরিক অর্থেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং৷ তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে সলমনের ফ্যান বলে জানিয়ে গায়কের মন্তব্য, তাঁর অনেক কিছু ব্যাখ্যা করে বলার ছিল৷ কিন্তু ফোন, টেক্সট করেও সলমনের নাগাল না পেয়ে শেষমেশ সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন তিনি৷ সে পোস্ট অবশ্য তিনি পরে ডিলিট করে দেন৷ কিন্তু সেখানে তিনি প্রকাশ্যেই আবেদন করেছিলেন, ব্যক্তিগত সমস্যার জেরে ছবি থেকে তাঁর গান যেন ডিলিট করে না দেওয়া হয়৷

Advertisement

সলমনের তরফে এখনও এর কোনও উত্তর পাওয়া যায়নি৷ আদৌ তিনি অরিজিতকে ক্ষমা করেছেন কি না জানা যায়নি ৷ ফলত ছবিতে অরিজিতের গান থাকছে কি না, তা এখন লাখ টাকার প্রশ্ন৷

7244711

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement