Advertisement
Advertisement

Breaking News

Arijit Singh

অরিজিৎ গাইলেন ‘আমি শুনেছি সেদিন! ‘বমি পাচ্ছে’, বললেন মৌসুমী

AI নাকি অরিজিৎ? জল্পনা তুঙ্গে।

Arijit Singh or AI, Moushumi is angry after hearing his remake song
Published by: Amit Kumar Das
  • Posted:September 6, 2024 12:43 am
  • Updated:September 6, 2024 1:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু গান বাঙালির মননে চিরন্তন বাসা বেঁধে রয়েছে। তাঁরই অন্যতম শিল্পী মৌসুমী ভৌমিকের কণ্ঠে বাংলা সঙ্গীত দুনিয়ার কালজয়ী গান ‘আমি শুনেছি সেদিন’। এবার প্রকাশ্যে এল সেই গানেরই রিমেক ভার্সন। তাও আবার আর এক দিকপাল শিল্পী অরিজিৎ সিংয়ের গলায়! তবে ‘ঈশ্বর প্রদত্ত্ব’ কণ্ঠের অধিকারী অরিজিৎ-এর গলায় এই গান শুনে প্রশংসা নয়, বরং নিন্দার ঝড় বইল সোশাল মিডিয়ায়। শিল্পী মৌসুমী ভৌমিক লিখলেন, ‘বমি পাচ্ছে।’

ইউটিউবে প্রকাশ হওয়া এই গান বৃহস্পতিবার রাতে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন শিল্পী মৌসুমী ভৌমিক। যেখানে রয়েছে অরিজিৎ সিংয়ের ছবি। কণ্ঠ হুবহু অরিজিৎ সিংয়ের। তবে গানটি অরিজিতের গাওয়া কিনা তা নিয়ে সংশয় রেখেই ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার মনে হয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। আমি এই মাত্র পুরো গানটি শুনলাম। এবং শোনার পর আমার বমি বমি পাচ্ছে। আমি আসলেই একেবারেই পিছিয়ে পড়েছি।’

Advertisement
মৌসুমী ভৌমিকের ফেসবুক পোস্ট।

[আরও পড়ুন: টলিউডে কাস্টিং কাউচে দায়ী পরিচালক-প্রযোজকরা? স্বরূপের মন্তব্যের পালটা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের]

জানা যাচ্ছে, ‘জিরো বিট’ নামে এক ইউটিউব চ্যানেলে গানটি প্রায় ৭ মাস আগে প্রকাশ করা হয়। চ্যানেলে অন্যান্য যে গান প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই অরিজিৎ সিংয়ের গাওয়া। এবং কণ্ঠও হুবহু এক। গানটি আসন অরিজিৎ গেয়েছেন না কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নেওয়া তা বোঝা সত্যিই কঠিন। গানটির নিচে নেটিজেনদের কমেন্টও নজরে এসেছে। যাঁদের অনেকেই দাবি করেছেন, ‘এটি এআই দিয়ে বানানো। এবং অতি জঘন্য।’ কেউ আবার মন্তব্য করেছেন, এর মাধ্যমে অরিজিৎকে অপমান করা হয়েছে।

[আরও পড়ুন: সিকিমের পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস খাদে পড়ে মৃত ৪ জওয়ান]

গানটির নিচে বিবরণ অংশে অবশ্য ইউটিউব চ্যানেলের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, গানের কণ্ঠ অরিজিৎ সিংয়ের মতো হলেও তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গাওয়া। এবং তাতে মিউজিক দিয়েছেন নিলেশ রায়। এবার সেই গান শুনেই সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শিল্পী মৌসুমী ভৌমিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement