Advertisement
Advertisement

করণের শোয়ে ঝড় তুলতে চলেছে বলিউডের এই দুই নারী

এ কোন জুটি শোয়ে এনে অসাধ্য সাধন করলেন করণ?

Are these Bollywood beauties coming together On Koffee with Karan?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 7:44 pm
  • Updated:August 9, 2021 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ‘কফি’র টানে বাঘা বাঘা বলিউড তারকা এসে বসেছেন ‘ব়্যাপিড ফায়ার’-এর সামনে৷ শেষে কেউ হেসেছেন, কেউ আবার ফেঁসেছেন করণ জোহরের প্রশ্নের ফাঁদে৷ পঞ্চম মরশুমেও ‘কফি উইথ করণ’-এর অতিথি তালিকা তাক লেগে যাওয়ার মতোই৷ অক্ষয়-টুইঙ্কলের রসায়ন ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক রণবীর-রণবীর জুটির কথোপকথনে৷

আর এবার ‘কফি উইথ করণ’-এর সোফায় আগুন লাগাতে চলেছেন দুই বলিউড সুন্দরী৷ এবং দুই রণবীরের সঙ্গে তাঁদের সম্পর্ক প্রায় একই পর্যায়ে৷ শোনা গিয়েছে, এবার একসঙ্গে করণের মুখোমুখি হতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং অনুস্কা শর্মা৷ এই দুই নারীই নাকি এবার ঝড় তুলতে চলেছেন করণের শোয়ে৷

Advertisement

untitled-1

এর আগে বলিউডে জোর গুঞ্জন ছিল, ক্যাটরিনা নাকি প্রাক্তন প্রেমিক সলমনের সঙ্গেই ‘কফি উইথ করণ’-এ আসতে চান৷ পরে তা ভেস্তে যায়৷ আরও পরে শোনা গিয়েছিল, করণের শোয়ে হৃতিক নাকি এবার সঙ্গী হচ্ছেন তাঁর ‘চিকনি চামেলি’র৷ এদিকে অনুস্কা শোয়ে আসতে একদমই রাজি ছিলেন না৷ কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আলোচনা চাইছিলেন না৷ কিন্তু অসাধ্যকে কেমন করে সাধন করতে হয়, তা করণ জোহর ভালভাবেই জানেন৷ তাই দুই কন্যেকেই নিজের শোয়ের জন্য একসঙ্গে জুটি বাঁধতে রাজি করিয়ে ফেলেছেন তিনি৷

untitled-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement