Advertisement
Advertisement

তামিল গান গেয়ে শ্রোতাদের বিক্ষোভের মুখে রহমান

টাকা ফেরত চাইছে অসন্তুষ্ট অনুরাগীরা।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2017 2:45 pm
  • Updated:August 9, 2021 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু-দু’টি অস্কার তাঁর ঝুলিতে। আরও না জানি কত অ্যাওয়ার্ড-পুরস্কার। আজও রহমান মানেই সুরের ঝড়। যে সুরের স্রোতে বয়ে চলেন শ্রোতারা। তাই রহমানের শো মানেই টিকিটের চাহিদা তুঙ্গে। তা দেশে হোক বা বিদেশ। চাহিদার কারণেই চড়া দামে টিকিট কেটে রহম্যানিয়ার সাক্ষী হতে লন্ডনের ওয়েম্বলিতে গিয়েছিলেন শ্রোতারা। অস্কারজয়ী সঙ্গীতশিল্পী গাইলেনও মন দিয়ে। কিন্তু এ যাত্রায় বেশিরভাগ শ্রোতারই মন পেলেন না কিংবদন্তি শিল্পী। কেন? কারণ হিন্দিতে নয় বেশিরভাগ গানই রহমান কনসার্টে গেয়েছেন তামিল ভাষায়। এতেই বিরক্তি প্রকাশ করেছেন অধিকাংশ শ্রোতা। শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটদুনিয়ায়।

 

Advertisement

[গ্ল্যামার-লাস্যে জমজমাট IIFA-র আসর, দেখুন ছবি]

গত ৮ জুলাই হয় এই কনসার্ট। নাম দেওয়া হয়েছিল ‘নেত্রু, ইন্দ্রু, নালাই’। শোয়ের নাম তামিল ভাষায় হলেও দর্শকদের প্রত্যাশা ছিল, বেশিরভাগ  হিন্দি গানই শোনা যাবে রহমানের কণ্ঠে। কয়েকটি গান গেয়েওছিলেন তিনি। কিন্তু সংখ্যা ছিল খুবই অল্প। তার চেয়ে ঢের বেশি ছিল তামিল গান। এতেই অসন্তুষ্ট হয়ে সোশ্যাল মিডিয়ায় কনসার্টের টাকা ফেরত চেয়েছেন অনেকে। অনেকে আবার রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন তাঁর নাম-ধাম সবই  নাকি বলিউডের জনপ্রিয়তার সৌজন্যেই।

[শুটিংয়ে নায়কের সামনেই পোশাক বিভ্রাটে প্রিয়াঙ্কা, কী করলেন তিনি?]

রহমানের হয়ে সমালোচকদের উত্তর দিয়েছেন তাঁর অনুরাগীরাই। তাঁদের বক্তব্য, ‘ইন্ডিয়া’ মানেই ‘হিন্দিয়া’ নয়। আর সুরের একমাত্র ভাষা হিন্দি নয়। ‘বাহুবলী’ দেখতে যাওয়ার আগে কি ভাষা পরখ করে গিয়েছিলেন সমালোচকরা? এই প্রশ্নও তুলেছেন অনেকে।

 

পক্ষে-বিপক্ষের এই তরজায় অবশ্য মুখ খোলেননি মায়েস্ট্রো নিজে। তাঁর তরফ থেকে কোনও প্রতিক্রিয়াই এখনও পর্যন্ত মেলেনি। তবে নেটিজেনদের বাদানুবাদ এখনও অব্যাহত।

[‘রামরাজ্য’ নিয়ে সেন্সরের আপত্তিতে পিছোল ‘মেঘনাদবধ রহস্য’-এর মুক্তি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement