Advertisement
Advertisement

Breaking News

সকাল সকাল শাহরুখকে ‘অ্যাডভেঞ্চার’-এর ডাক পাঠালেন অনুষ্কা!

এগিয়ে এলেন নায়িকা শাহরুখের একাকিত্ব দূর করতে!

Anushka Sharma Promised Shah Rukh Khan An Adventure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 8:13 pm
  • Updated:August 9, 2021 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তর সইল না! যে-ই দেখলেন শাহরুখ খানের মন খারাপ, সকাল সকাল তাঁকে ‘অ্যাডভেঞ্চার’-এর ডাক পাঠালেন অনুষ্কা শর্মা। এগিয়ে এলেন নায়িকা শাহরুখের একাকিত্ব দূর করতে!
তা, বলিউডের বাদশার মন কেন খারাপ? স্ত্রী গৌরী খানের সঙ্গে কিছু হয়েছে না কি?

shahrukhanushka1_web
উঁহু! প্রায় সারা বিশ্বের অনেক মানুষেরই এখন যে কারণে মন খারাপ, শাহরুখের ক্ষেত্রেও কারণটা তাই- পোকেমন!
আসলে সবাই তো এখন পুড়ছেন পোকেমন জ্বরে। সবাই ছুটছেন পোকেমন ধরতে। শাহরুখের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তবে, ভাগ্যটা তেমন সঙ্গ দিল না কিং খানকে।

Advertisement


ফলে খুব হতাশ হয়ে রাতবিরেতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিলেন শাহরুখ- ”খুব একা লাগছে! একটাও পোকেমন ধরতে পারলাম না!”

shahrukhanushka2_web
যে-ই না সেটা চোখে পড়ল, আর স্থির থাকতে পারলেন না অনুষ্কা। সঙ্গে সঙ্গে তিনিও একটা ইনস্টাগ্রাম পোস্ট দিলেন। তাও ভোর সাড়ে ছ’টায়!


কিঞ্চিৎ বড়াই করে জানালেন, তিনি অনেকগুলোকেই ধরতে পেরেছেন। পাশাপাশি শাহরুখকে দিলেন এক বিশেষ বার্তা- ”মন খারাপ করো না। ইউরোপে গিয়ে আমরা অ্যাডভেঞ্চার করব!”
ইউরোপ? একসঙ্গে সেখানে যাচ্ছেন বুঝি দু’জনে?
একদমই তাই! ইমতিয়াজ আলির নাম ঠিক না-হওয়া ছবির শুটিংয়ে। দেখা যাক, কীরকম অ্যাডভেঞ্চারে মাতেন তাঁরা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement