Advertisement
Advertisement

‘সুলতান’-এর জন্য হাতে-গোবরে অনুষ্কা!

ভেবে দেখুন তো, গোবরে একবার পা পড়লেই আমাদের কেমন একটা হয়! আর, অনুষ্কা শর্মা কি না দু' হাতে গোবর ঘাঁটলেন!

Anushka Sharma learned to make gobar cakes for 'Sultan'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 24, 2016 10:33 am
  • Updated:August 9, 2021 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেবে দেখুন তো, গোবরে একবার পা পড়লেই আমাদের কেমন একটা হয়!
আর, অনুষ্কা শর্মা কি না দু’ হাতে গোবর ঘাঁটলেন!
তা, নায়িকাই বা আর কী করেন! চরিত্রের প্রয়োজনে কত কিছুই তো করতে হয়।
কিন্তু, যিনি কুস্তিগির, তিনি কেন গোবর ঘাঁটতে যাবেন?

sultan_web
আসলে ‘সুলতান’ ছবির আরফা যতই কুস্তিগির হন না কেন, আসলে তো তিনি মেয়েই! তাই আর পাঁচটা মেয়ের মতো বাড়ির কাজ সামলাতেও তাঁকে দেখা যাবে ছবিতে।
টিজারটা মনে করে দেখুন না। আরফার চরিত্রটা তো ফুটিয়ে তোলা হয়েছে ওভাবেই! হরিয়ানার শেরনি তো সে বটেই, পাশাপাশি সেই মেয়ে ঘরকন্নাও করে। তুমুল বৃষ্টির মধ্যেও উনুন ধরায়, খর রোদেও ঘুঁটে দেয়।
সেই ঘুঁটে দেওয়ার দৃশ্যটা শুট করতে গিয়েই হাতে-গোবরে হতে হল নায়িকাকে। উবু হয়ে বসে দু’ হাতে ছানতে হল গোবর, তার পর ঘুঁটে দিতে হল।
উঁহু, একবারের জন্যও কোনও অভিযোগ করেননি তিনি। বরং, বেশ স্বাভাবিক ভাবেই শটটা দিয়েছেন।

Advertisement

cow2
আর, তাতেই চমকে গিয়েছেন সবাই। শহরের মেয়ে গোবরে হাত দিয়েও এতটা নির্বিকার থাকতে পারেন কী ভাবে?
জবাবটা দিয়েছেন অনুষ্কা- ”আরফা তো এরকমই! সে বাড়ির কাজ করে, খেতে যায়, আবার সব কিছু সামলে কুস্তিতেও মন দেয়। ভারতের সব পরিবারেই এমন মেয়েরা থাকে। যারা একসঙ্গে হাজারটা দিক সামলায় যাতে পরিবারের অযত্ন না হয়!”
এর পর শাবাস ছাড়া আর কী বা বলার থাকে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement