Advertisement
Advertisement

শুটিং ফেলে ‘বিরাট’ প্রেমে মজে অনুষ্কা!

কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে?

Anushka goes behind the lens to click Virat's picture with fan in Prague!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 5:44 pm
  • Updated:August 9, 2021 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করছেন না বিরাট কোহলি৷ অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা৷ সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো প্রাগ সফরে চলে গেলেন বিরাট৷ বর্তমানে অনুষ্কা তাঁর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে৷ আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো শুটিং ফ্লোরে হাজির বিরাট৷

কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে?

Advertisement

Untitled

বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন৷ ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, “নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ অনুষ্কা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য৷”

জানা গিয়েছে বিরাটের ভক্ত নাকি অনুস্কার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন৷ কিন্তু অনুষ্কা সেই প্রস্তাবে রাজি হননি৷

প্রসঙ্গত, অনুষ্কা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন৷ আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন অনুষ্কার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement